Bengal SIR Row: SIR-এ "জীবিতকে মৃত"! র্যাম্পে হাঁটালেন অভিষেক, এবার জবাব এল কমিশনের তরফে, 'ভুল ভ্রান্তি হতে পারে..'
EC On Abhishek Allegation Dead Voter Controversy: SIR-এ জীবিতকে মৃত! র্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী জবাব কমিশনের ?

কলকাতা: 'বেঁচে থেকেও SIR খসড়া তালিকায় মৃত', এমন অভিযোগ তুলে ইতিমধ্যেই একাধিক জায়গায় সরব হয়েছেন অনেকেই। এবার সেই অভিযোগের আগুন উসকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে নিজের হাইপ্রোফাইল সভায় দাঁড়িয়ে বললেন, 'এই র্যাম্পে আজ তিনজন ভূতকে হাঁটাব'। এরপর র্যাম্পে তিন জনকে সত্যিই হাঁটালেন, এবং বললেন, 'এঁদের মৃত বানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন !' বলাইবাহুল্য, যা নিয়ে ইতিমধ্যেই একের পর এক আক্রমণ আসছে বিজেপির তরফে। শমীক থেকে সজল ময়দানে নেমেছেন সকলেই। এবার এই ইস্যুতে জবাব দিয়েছে খোদ নির্বাচন কমিশন।
আরও পড়ুন, 'লক্ষ্মীর ভাণ্ডার খারাপ না, যারা পাচ্ছেন নিশ্চয়ই নেবেন, কিন্তু..', কেন বললেন মিঠুন চক্রবর্তী ?
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন, 'ভুল ভ্রান্তি হতে পারে, তবে তার সংখ্যা খুব কম। রিপোর্ট এলে BLO-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা খসড়া তালিকা, এত ট্রান্সপারেন্সি আছে, একটাও রিপোর্ট আসেনি।', সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চেয়েছেন সিইও, কমিশন সূত্র।
মূলত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই আজকে ব়্যাম্প হয়েছে, সবার খুব কৌতুহল, কেন ব়্যাম্প হয়েছে ? সংবাদ মাধ্যমেরও খুব কৌতুহল। যারা এসছেন আপনাদেরও কৌতুহল। সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতুহল। যে হঠাৎ করে এত বড় ব়্যাম্প কেন ? কে হাঁটবে? এই ব়্যাম্পে আমি আজকে তিনজন ভূতকে হাঁটাবো। আপনারা দেখবেন ? এরপরেই অভিষেক তিনজনকে নিয়ে আসতে নির্দেশ দেন। এরপরে স্টেজে আসতে দেখা যায় তিনজনকে। যাদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন মহিলা। যাদের সঙ্গে সরাসরি কথোপকথনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম জিজ্ঞেস করতেই তিন জনে একে একে তাঁদের নাম জানান। মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মিসেস মায়া দাস।
এরপরে অভিষেকের কথায়, 'দুই ভদ্রলোকের বাড়ি মেটিয়াবুরুজ এবং বউদির বাড়ি কাকদ্বীপ বিধানসভা।' দর্শকাসনে প্রশ্ন ছুঁড়ে দেন যে তাঁরা এই তিনজনকে সশরীরে দেখতে পাচ্ছে কিনা ? ওদিক থেকে উত্তর আসে হ্যাঁ। এরপরেই নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বলেন, ইলেকশন কমিশন এদেন দেখতে পাচ্ছে না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি ব়্যাম্প বানিয়েছি। আর এরকম তিনটে চারটে কেস না, খালি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪ জন রয়েছে, যারা জীবন্ত, বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু ওদের দেখিয়ে দিয়েছে মারা গিয়েছে। কোনও দিন মৃত ব্যাক্তিদের ব়্যাম্পে হাঁটতে দেখেছেন ? এই কারণে আমি তৈরি করেছি (ব়্যাম্প-র দিকে দেখিয়ে)।'






















