Bengal SIR Row : SIR নিয়ে শুনানির আগে মাইক্রো অবজার্ভার নিয়ে বৈঠকে কমিশন
EC Meet Bengal SIR Row : কেন্দ্রের ১৬টি দফতরের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক।

কলকাতা: SIR নিয়ে শুনানির আগে মাইক্রো অবজার্ভার নিয়ে বৈঠকে কমিশন। কেন্দ্রের ১৬টি দফতরের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক। SIR-হিয়ারিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখতে চায় নির্বাচন কমিশন। সূত্র মারফৎ খবর, 'ডিভিসি, কোল ইন্ডিয়া, রেল, আরবিআই, এয়ারপোর্টস অথরিটি। আয়কর বিভাগ, সিজিএসটি, শুল্ক, ডাকঘর, সেইল, এলআইসি', ৪ হাজার মাইক্রো অবজার্ভার নিয়ে কেন্দ্রীয় দফতরের সঙ্গে বৈঠকে CEO।
আরও পড়ুন, যুবভারতীকাণ্ডে ধৃত শতদ্রু রিষড়ার বাড়িতে তল্লাশি, ২২ কোটি টাকা ফ্রিজ করল SIT
SIR-এর শুনানি পর্বে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় ৪ হাজার মাইক্রোঅবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু শুনানি শুরু হবে কবে? উত্তর এখনও মেলেনি। BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চের দাবি, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর। মঙ্গলবার প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এর মাঝে প্রায় ২ মাস ধরে চলবে অভিযোগ গ্রহণ, শুনানি, ঝাড়াইবাছাই, বিশ্লেষণ। যাঁরা শুনানিতে ডাক পাবেন, তাঁদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন BLO। সূত্রের খবর, শুনানিতে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় ৪ হাজার মাইক্রোঅবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন।
এনিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, মাইক্রো অবজার্ভার তো আসবে। অর্ডার হয়েছে।চিঠিতে বলা হয়েছে, রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হবে। তাঁরা ERO, SERO এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করবেন।পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কিন্তু শুনানি শুরু হবে কবে? এনিয়ে প্রশ্ন তুলেছে BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চ। সূত্রের খবর, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর।
BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় যে, হিয়ারিংটা কবে হবে সে ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন বা CEO দফতর কোথাও কিছু স্পষ্ট ভাবে জানানো হচ্ছে না। গতকাল একটা ভার্চুয়ালি মিটিং ছিল BLO-দের নিয়ে বিভিন্ন জায়গাতে। সেখানে মৌখিকভাবে জানিয়েছেন যে, সম্ভাব্য হিয়ারিং এর তারিখ হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। মানে বড়দিনের পরের দিন শুরু হবে। এই কারণে আগামীকাল আলিপুর এবং অন্যান্য জায়গাতে মিটিং ডাকা হয়েছে BLO-দের নিয়ে।






















