Bengal SIR Row:"ফর্ম 7 জমা দিলে.." বিস্ফোরক অভিযোগ দুর্গাপুর ও আসানসোলে, আশঙ্কাটা কোথায় ? কেন এত ক্ষোভ-বিক্ষোভ ?
Bengal SIR Row FORM 7 Submission Chaos DUrgapur Asansol: ফর্ম 7 জমা দেওয়া নিয়ে উত্তেজনা, বিতর্কিত CCTV ফুটেজ দেখতে অনুরোধ ছাতনার BJP বিধায়কের, কী আছে ওই ভিডিওতে ?

পূর্ণেন্দু সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : ফর্ম 7 দেওয়া ও জমা নেওয়াকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দুর্গাপুর ও আসানসোলে। ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে আজও একাধিক জায়গায় বিক্ষোভ দেখাল বিজেপি। ছাতনায় BDO অফিসে বিজেপি বিধায়ক ফর্ম সেভেন নিয়ে যেতেই শুরু হল গন্ডগোল। এদিকে ফর্ম সেভেন জমা দিতে না পেরে ওন্দায় বিডিও অফিসের বাইরে বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক। এরই পাশাপাশি, দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। একই ইস্যুতে বিজেপির বিক্ষোভে উত্তেজনা ছড়াল আসানসোলেও। আর এই সব দেখে পাল্টা তৃণমূলের বক্তব্য, ফর্ম সেভেন নয়, ফর্ম সিক্স জমা দিয়ে দেখান বিজেপি নেতারা।
আরও পড়ুন, জোর ধাক্কা তৃণমূলের, I-PAC মামলায় 'সুপ্রিম' স্থগিতাদেশ, মুখ্যমন্ত্রী ও পুলিশকে নিশানা শুভেন্দুর
ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে, বাঁকুড়ার ছাতনায় এভাবেই সম্মুখ সমরে নামল তৃণমূল-বিজেপি। এদিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, প্রচুর ফর্ম-7 নিয়ে ছাতনার BDO অফিসে আসেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, সেখানেই তাদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। ছাতনা বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের, বঙ্কিম মিশ্র তাঁর কিছু লোকজনকে নিয়ে, গুন্ডাকে নিয়ে আমাদের ওপরে, একদম জয়েন্ট BDO-র সম্মুখে, যদি আপনারা যদি সিসিটিভি দেখেন, সেখানে দেখতে পারবেন, তিনি বলছেন, 'একটাও ফর্ম আমরা জমা নিতে দেব না, এখানে বিধায়ককে মেরে ফেলা হবে'।
ছাতনা পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সভাপতি বঙ্কিম মিশ্র বলেন, মিথ্যে কথা। ৭ নম্বর ফর্ম জমা দিয়ে মানুষের নাম কাটাতে এসেছে। শুধু বাঁকুড়া নয়।FORM 7 জমা দেওয়া ঘিরে এদিন উত্তেজনা ছড়িয়েছে জেলায় জেলায়। বৃহস্পতিবার SIR-এর ফর্ম 7 নিয়ে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসে যান সেখানকার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কিন্তু বিডিও অফিসে ঢুকতে পারেননি বিধায়ক ও তাঁর সঙ্গে থাকা কর্মীরা।
এরপরই বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা। ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না কেন তৃণমূলের দালাল ওন্দার বিডিও জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওন্দা ব্লক যুব তৃণমূল সভাপতি মণিশঙ্কর মুখোপাধ্যায় বলেন, SIR এর মূল আসামি বিজেপি। এরা এটা চক্রান্ত করে করার চেষ্টা করছে। ফর্ম 7 জমা নেওয়ার দাবিতে এদিন দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে দুর্গাপুর এসডিও অফিসে চলে বিক্ষোভ। ভুয়ো ভোটারের নাম বাদ দিতেই হবে। দিতেই হবে, দিতেই হবে।
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, তৃণমূল তাঁদের ওপর যে প্রেসার দিচ্ছে, তাঁদের যে অফিশিয়াল ডিউটি, সেটা থেকে বিরত রাখার যে তৃণমূলের কৌশল, সেই কৌশলের মোকাবিলা কীভাবে করতে হবে সেটা তাঁরা বুঝতে পারছে না। ' দুর্গাপুর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, তাঁরা ফর্ম সেভেন নিয়ে কেন আসবে? জিতেনবাবুকে আমি অনুরোধ করব উনি ফর্ম 6 কটা আনছেন সেটা দেখান। ' একই ইস্যুতে বৃহস্পতিবার আসানসোলে জেলাশাসকের দফতরের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।






















