Bengal SIR Row: তৃণমূলের করা SIR-মামলার শুনানি ফের আগামী সোমবার, কমিশনকে 'সুপ্রিম' নোটিস, ১ সপ্তাহের মধ্যে জবাব চাইল সর্বোচ্চ আদালত
Bengal SIR Row SC On EC: তৃণমূলের করা SIR-মামলার শুনানি ফের আগামী সোমবার। নির্বাচন কমিশনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: তৃণমূলের করা SIR-মামলার শুনানি ফের আগামী সোমবার। নির্বাচন কমিশনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে জবাব চাইল সর্বোচ্চ আদালত। আগামী সোমবার ফের SIR-মামলার শুনানি। 'পশ্চিমবঙ্গে আশ্চর্য উপায়ে কাজ করছে নির্বাচন কমিশন। যাঁরা কাজ করছেন, তাঁদের কাছে হোয়াটসঅ্যাপে নির্দেশ যাচ্ছে। কোনও লিখিত নির্দেশ দেওয়া হচ্ছে না', শুনানিতে সওয়ালে অভিযোগ তৃণমূল কংগ্রেসের আইনজীবী কপিল সিব্বলের।
আরও পড়ুন, "..ফেঁসে বসে আছে" ! 'মনোজ বর্মা ও রাজীব কুমার'-কে 'ব্যাগ গোছাতে' বললেন শুভেন্দু
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদিকে কপিল সিব্বল এবং অপরদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করেছিলেন। এদিন যখন প্রথমে শুনানি শুরু হয়, তখন কপিল সিব্বল বলেন, যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটি মৌলিক পদ্ধতিতে ইলেকশন কমিশন অ্যাডোপ করেছে যেখানে হোয়ার্টসঅ্যাপ মেসেজ নিয়ে নোটিস পাঠানো হচ্ছে। ইলেকশন কমিশনের আধিকারিকদেরকে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নির্দেশ দিচ্ছে যে, কোনও অফিশিয়াল কমিউনিকেশন নেই। কোনও অফিশিয়াল অর্ডার ইস্যু হচ্ছে না। কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েই সেখানে কাজ করছে ইলেকশন কমিশন, সেটা তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ১ কোটি ৩২ লাখ লোক এরকম চিহ্নিত করা হয়েছে, যাদেরকে Illogical Discrepancy বলা হচ্ছে। Illogical Discrepancy গুলি কী, সে কেউ জানে না, কিন্তু তাঁদেরকে নোটিস পাঠানো হচ্ছে। এবং তাঁদেরকে বিভিন্ন তথ্যগুলি চেয়ে পাঠানো হচ্ছে। শুধুমাত্র হোয়াটসআপ মেসেজের উপরে কোনও কমিউনিকেশন নেই, এই অভিযোগ তিনি করেন। তখন যেখা যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও যিনি অ্যাপিয়ার করছিলেন, তিনিও বলেন কি, কার ৬ জন বাচ্চা রয়েছে, তাঁদেরকেও নোটিস পাঠানো হচ্ছে যে, আপনার ৬ জন সন্তান কী করে হল ? ! তখন সুপ্রিম কোর্ট আজকে নির্বাচন কমিশনকে নোটিস ইস্যু করে।
অপরদিকে, এদিন ইলেকশন কমিশনের আইনজীবী উপস্থিতও ছিলেন। তিনি বলেন যে, তাঁরা সময় চাইছেন এই জবাব দেওয়ার জন্য, যে ইন্টারোগেশন অ্যাপলিকেশন ফাইল করা হয়েছে দোলা সেন ও ডেরেক ও'ব্রায়েনের তরফ থেকে, তার জবাব তাঁরা লিখিতভাবে দেবেন। সুপ্রিম কোর্ট তাঁদেরকে ১ সপ্তাহের সময় দিয়েছে জবাব দেওয়ার জন্য। আগামী শুনানি, ১৯ তারিখ সোমবার হবে। এর আগে যখন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিল তৃণমূলের প্রতিনিধি দল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি অভিযোগ করে জানিয়েছিলেন, সেই কথাগুলিই কার্যত আজকে কোর্টে পেশ করেন কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।






















