![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Murshidabad News: হুমায়ুন কবিরের হুমকির জের, FIR দায়েরের অনুরোধে পুলিশ সুপারকে চিঠি চিকিৎসকদের
Berhampore Unit Of IMA: ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুরোধ জানিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বহরমপুর শাখা।
![Murshidabad News: হুমায়ুন কবিরের হুমকির জের, FIR দায়েরের অনুরোধে পুলিশ সুপারকে চিঠি চিকিৎসকদের Berhampore Unit Of IMA Submitted letter to Murshidabad Police super for lodge FIR Against TMC MLA Humayun Kabir Murshidabad News: হুমায়ুন কবিরের হুমকির জের, FIR দায়েরের অনুরোধে পুলিশ সুপারকে চিঠি চিকিৎসকদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/12/e27a0ae8cb4179926a49395c9d4b95241726146476374990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী, বহরমপুর: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে (RG Kar Doctor Death Protest) রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। এর জেরে বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তাঁদের হুমকি দেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (TMC MLA Humayun Kabir)। জনরোষের ভয় দেখান। শুক্রবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুরোধ জানিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বহরমপুর শাখা (Berhampore Unit Of IMA)। তাতে সই করেছেন একাধিক চিকিৎসক।
তাঁদের অভিযোগ, চিকিৎসকদের মারধরের হুমকি দিয়েছেন ভরতপুরের বিধায়ক। আইন নিজের হাতে নিতে উসকানি দিয়েছেন সাধারণ মানুষকে। এর জেরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাজুড়ে চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত উল্লেখ্য, চিকিৎসকদের প্রতিবাদ ও আন্দোলন নিয়ে দলের প্রত্যেক নেতা ও মন্ত্রীকে মুখ না খোলার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তারপরও বুধবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। রীতিমতো হুমকির সুরে তিনি বলেন, "রাজ্যের সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে মারা গেলে জনরোষের দায়িত্ব কে নেবে? কাজে ফেরার জন্য ডাক্তারদের বাধ্য করতে আমরাও রাস্তায় নামব। হয় তাঁদের ডিউটি করতে হবে নয়তো চাকরি ছাড়তে হবে। মানুষ যখন চিকিৎসা না পেয়ে মরে যাচ্ছে তখন ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? আমরা এই বিষয়টি চুপচাপ মেনে নেব না। চিকিৎসকরা যদি শুধু নিজেদের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি দেখেন তাহলে আম জনতার স্বার্থ দেখতে আমরাও রাস্তায় নামতে বাধ্য হব।"
তাঁর এই মন্তব্যের পরে সরব হয়ে ওঠেন আন্দোলনরত চিকিৎসকরা। বৃহস্পতিবার ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে সাধারণ মানুষকে চিকিৎসকদের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে এফআইআর করার অনুরোধ জানানো হল মুর্শিদাবাদের পুলিশ সুপারকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)