Bhangar: অশান্তি এড়াতে ভাঙড়ে ফের জারি ১৪৪ ধারা
Bhangar Clash: প্রতিটি পঞ্চায়েত অফিসের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকার পাশাপাশি রয়েছে পুলিশ পিকেট। ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ৯টিই তৃণমূলের দখলে।
ভাঙড়: ভাঙড়ের (Bhangar) একাংশে ফের জারি হল ১৪৪ ধারা। ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টি পঞ্চায়েতে (Panchayat Election) আজ উপসমিতি গঠন করা হবে। অশান্তি এড়াতে কাশীপুর (Kashipur) ও কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার একাংশে আজ সন্ধে ৬টা পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। প্রতিটি পঞ্চায়েত অফিসের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকার পাশাপাশি রয়েছে পুলিশ পিকেট। ভাঙড় (Bhangar) ২ নম্বর ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ৯টিই তৃণমূলের (TMC) দখলে। তবে আরাবুল ইসলামের পাড়ায় পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতটি গিয়েছে নির্দল সমর্থিত জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির হাতে।
গতকাল কাশীপুর থানা (Kashipur) এলাকার কোচপুকুর এলাকায় সংঘর্ষে জড়ায় তৃণমূল ও ISF। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে কাশীপুর থানার (Kashipur Police Station) বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গতমাসেই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে বৃহস্পতিবার প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি (CID)। ভাঙড়ে তৃণমূলকর্মী খুনের মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। প্রয়োজনে তাঁকে ফের ডাকা হতে পারে বলে সিআইডি সূত্রে খবর মেলে।
ভোটপর্বে বারবার উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। দফায় দফায় উত্তপ্ত হয়েছে এলাকা। পঞ্চায়েতের উপ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় মঙ্গলবার একদিনের জন্য় ভাঙড় ২ নম্বর ব্লকে ১৪৪ ধারা জারি করা হয়। পঞ্চায়েত ভোট (Panchayat Election) পর্বে রক্তাক্ত ভাঙড়ে ঝরেছিল প্রাণ। ২০ দিন সেখানে জারি ছিল ১৪৪ ধারা। পঞ্চায়েতের বোর্ড গঠনের সময়ও ভাঙড় ২ নম্বর ব্লকে জারি করা হয় ১৪৪ ধারা। পঞ্চায়েতের উপ সমিতির নির্বাচন ঘিরেও তার ব্য়তিক্রম হল না। ভাঙড় ২ নম্বর ব্লকের কাশীপুর (Kashipur) ও কলকাতা (Kolkata) লেদার কমপ্লেক্স থানা এলাকায় মঙ্গলবার ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পঞ্চায়েতের ২০০ মিটারের মধ্যে জমায়েত, মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়।