এক্সপ্লোর
Advertisement
Bharat Bandh Train Disruption : দেশজুড়ে ধর্মঘটের ডাক, দিকে দিকে রেল অবরোধ
Nationwide strike Live : সপ্তাহের প্রথম কাজের দিনে দুর্ভোগ যাত্রীদের
কলকাতা : মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে আজ ও কাল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠন। বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের প্রভাব পড়েছে রেল পরিষেবায়।
- যাদবপুর
যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। পতাকা নিয়ে রেললাইনে নেমে পড়েন তাঁরা। আটকে পড়ে লোকাল ট্রেন। ভোগান্তির শিকার হন যাত্রীরা।
West Bengal | Members from the Left Front gather in huge numbers & block railway tracks at Jadavpur Railway Station in Kolkata, in view of the 2-day nationwide strike called by different trade unions. pic.twitter.com/WnWUTJHKNo
— ANI (@ANI) March 28, 2022
- হুগলি
হাওড়া-বর্ধমান মেন লাইনে হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝখানে রেল অবরোধ বাম কর্মী, সমর্থকদের। আটকে পড়ে কয়েকটি ট্রেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। শ্রীরামপুর স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। আপ-ডাউন মিলিয়ে আটকে পড়ে একাধিক লোকাল। - উত্তর ২৪ পরগনা
বেলঘরিয়া স্টেশনে রেল অবরোধ করেন ধর্মঘটিরা। অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। আধঘণ্টা পর অবরোধ উঠে যায়। ধর্মঘটের সমর্থনে শ্যামনগরে ২৩ নম্বর রেলগেট অবরোধ করেন বাম শ্রমিক সংগঠন সিটু-র সদস্যরা। আধঘণ্টা পর অবরোধ উঠে যায়। - হাওড়া
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনের কুলগাছিয়া স্টেশনে রেল অবরোধ ধর্মঘটিদের। ব্যাহত ট্রেন চলাচল। আটকে পড়ে একাধিক ট্রেন। অন্যদিকে, কুলগাছিয়া স্টেশনে চলন্ত ট্রেন থামাতে গেলে এক অবরোধকারী ট্রেনের ধাক্কায় রেললাইনের ধারে ছিটকে পড়েন। আধঘণ্টা পর অবরোধ উঠে যায়।
ডোমজুড় স্টেশন অবরোধ, বিক্ষোভ বাম কর্মী, সমর্থকদের। আটকে পড়ে ডাউন হাওড়া-আমতা লোকাল। প্রায় আধঘণ্টা ধরে বিক্ষোভ চলে। রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। হাওড়ার ডোমজুড় বাজারের কাছে হাওড়া-আমতা রোড অবরোধ করে ধর্মঘটিরা। এর ফলে উদয়নারায়ণপুর থেকে ধর্মতলাগামী সরকারি বাস আটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও বিক্ষোভ চলছে। ডোমজুড়ের সলপের কাছে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটিরা।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement