Birbhum News: বন্যায় ভেসেছে ঘরবাড়ি, চতুর্দিকে জল, প্রাণ বাঁচাতে গাছে আশ্রয়!
Birbhum Flood News: ড্রোনের মাধ্যমে দেখা যায় চারজন লোক বন্যার জলে ভেসে গিয়ে একটি গাছে আশ্রয় নিয়েছে।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বাড়ায় ডুবে গিয়েছে একাধিক রাজ্য সড়ক, জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। সোমবার বিকেলে লাভপুর থানার মহোদরী গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা ব্রিজের কাছে কুঁয়ে নদীতে একজন ভেসে যাচ্ছে বলে লাভপুর থানার পুলিশ খবর পায়। পরে ড্রোন নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ড্রোনের মাধ্যমে দেখা যায় চারজন লোক বন্যার জলে ভেসে গিয়ে একটি গাছে আশ্রয় নিয়েছে। তিন ঘন্টা চেষ্টা করার পরে, চারজনকে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য লাবপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী নদীর জল বাড়ায় ভাসছে ঘাটাল শহর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কেঠিয়া ও মনসুকায় ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ডুবে গিয়েছে একাধিক রাজ্য সড়ক, জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। জল ঢুকেছে ঘাটাল থানা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি। নৌকা অথবা ডিঙিই একমাত্র ভরসা ঘাটালবাসীর। ভাসছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই ও বাগুই নদীর জল বাঁধ উপছে গ্রামে ঢুকছে। বহু বাড়িতেও জল ঢুকেছে। দুর্বল বাঁধ যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা।
পাশাপাশি, ইলামবাজারে গোল্টে গ্রামের কাছে শাল নদীর ওপর সেতু পারাপার করতে গিয়ে ভেসে যান দুই বাইক আরোহী। ২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, বাইক ভেসে যায়।
এদিকে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রবল বৃষ্টিপাতের ফলে দামোদর ভ্যালি এলাকায় বিশেষত নিচু এলাকায় বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য বন্যাসম পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হতে পারে, সেই আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রধান সচিব ও সচিব পর্যায়ের ১০ জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে।'
আরও পড়ুন, বন্যায় ভেসেছে ঘরবাড়ি, চতুর্দিকে জল, প্রাণ বাঁচাতে গাছে আশ্রয়!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে