Birbhum: চারদিন নিখোঁজ থাকার পর ছাত্রের দেহ উদ্ধার জলাধার থেকে
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত চারদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না সিউড়ীর ডাঙালপাড়ার ছাত্র। এদিন নিখোঁজ ছাত্রের দেহ সিউড়ীর তিলপাড়া জলাধার থেকে উদ্ধার করল সিউড়ী থানার পুলিশ।
এরশাদ আলম, বীরভূম: গত বেশ কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না বীরভূমের (Birbhum) সিউড়ীর (Suri) ডাঙালপাড়ার এক ছাত্রের। ডুবুরি ও স্পীডবোট তল্লাশি চালানোর পরও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ ছাত্রের মৃতদেহ পাওয়া গেল সিউড়ীর তিলপাড়া জলাধার থেকে। মৃত ছাত্রের বাবা খুনের অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত চারদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না সিউড়ীর ডাঙালপাড়ার ছাত্র। এদিন নিখোঁজ ছাত্রের দেহ সিউড়ীর তিলপাড়া জলাধার থেকে উদ্ধার করল সিউড়ী থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ওই ছাত্র। নিখোঁজ ছাত্রের পরিবারের সদস্যরা সিউড়ী থানায় মিসিং ডায়রি করেন। তারপরই ছাত্রের সন্ধানে তল্লাশি শুরু করে সিউড়ী থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তার পোশাক, বাইক এবং মোবাইল ফোন উদ্ধার হয় সিউড়ীর (Suri) তিলপাড়া জলাধার থেকে। ছাত্রের জিনিসপত্র উদ্ধার হওয়ার পরই তিলপাড়া জলাধারে আসে সিভিল ফরেন্সিক টিম। ওই জলাধারে স্পীড বোট ও ডুবুরি নামিয়ে সকাল বিকেল খোঁজ চালানো হয়। কিন্তু তাতেও কোনও খোঁজ না পাওয়া যাওয়ায়, জলাধারে ডুবুরি নামানো হয়। তিনদিন ধরে নিখোঁজ ছাত্রের খোঁজে জলাধারে তল্লাশি চালানোর পর আজ সকালে তিলপাড়া জলাধার থেকে উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ (Deadbody)। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন - Birbhum News: এবার পুরভোটের আগে রামপুরহাটে তৃণমূলে যোগদান বিজেপির যুব মোর্চা নেতার
ইতিমধ্যেই নিখোঁজ ছাত্রের বাবা পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। পরিবারের সদস্যদের অভিযোগ, মৃত ওই ছাত্রকে খুন করে জলাধারে ফেলে দেওয়া হয়েছে।