Birbhum News: 'মৃত্যুর আগে রাত ২ টোয় তাঁর বাড়িতে গিয়েছিলেন সাঁইথিয়ার TMC নেতা, পীযুষকে খুন করেছে একজনই..', বিস্ফোরক দাবি আটক হওয়া মহিলার
Birbhum TMC Leader Murder Case: বীরভূমে তৃণমূল নেতা পীযূষ ঘোষ খুনের পরেই ৩ জনকে আটক করা হয়েছে, এবার সেই আটক মহিলাই মুখ খুললেন পুলিশের কাছে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রাতে হারিয়েছেন স্বামীকে। এবার ছেলেকে হারানোর ভয়ে কাঁটা বীরভূমে নিহত তৃণমূল নেতার স্ত্রী। পীযুষ পত্নীর কথায়, 'এখনও ভয় করছে, ছেলেকে না মেরে দেয়..' ! এদিকে বীরভূমে সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ খুনের পরেই ২ মহিলা-সহ ৩ জনকে আটক করা হয়েছে। এবার সেই আটক মহিলাই মুখ খুললেন পুলিশের কাছে। উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন, IIM জোকায় মনোবিদকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়, পুলিশের নজরে এবার অভিযুক্তের ইনস্টা প্রোফাইল
কী ঘটনা ঘটেছিল ?
যে জায়গায় খুনের ঘটনাটি ঘটেছে, সেখানে একটাই মাত্র বাড়ি রয়েছে, সেটা মৌসমীর।এদিন সকালেই পুলিশ ওই মহিলাকে আটক করেছে। তারপরেই জেরা শুরু করে। এর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে। মৌসমীকে জেরা করে কী ঘটনা ঘটেছিল, জানতে চাইছে পুলিশ। আটক হওয়া ওই মহিলা দাবি করেছেন, সে কিন্তু পীযুষকে ফোন করেনি। বরং বীরভূমে সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষই তাঁকে ফোন করেছিলেন। এবং তাঁর বাড়ি গিয়েছিলেন। তাঁর মোটর সাইকেল রাস্তার উপর রাখা ছিল।
' 'মৃত্যুর আগে রাত ২ টোয় তাঁর বাড়িতে গিয়েছিলেন সাঁইথিয়ার TMC নেতা..'
বীরভূমের ঘটনায় ইতিমধ্যেই নিহত তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছেন, বাড়ি থেকে বাইক নিয়ে বেরোনোর পর, রাত দেড়টায় স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। এদিকে পুলিশ সূত্রে দাবি, আটক মহিলা জানিয়েছেন, সাঁইথিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ রাতে তাঁর বাড়িতে এসেছিলেন। বাড়ির সামনেই ওত পেতেছিল আততায়ী। রাত ২ নাগাদ ওই মহিলার বাড়ি থেকে বেরোতেই তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ। ওই মহিলার বাড়ির সামনেই পড়েছিল তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ। তিনি বলেছেন, সাঁইথিয়া তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করেছে একজনই। তবে খুনের প্রত্যক্ষদর্শী হলেও আততায়ী তাঁর অপরিচিত।
ঢিলছোড়া দূরত্বেই শ্মশান! চারদিকে ধূ ধূ মাঠ
গ্রামের প্রায় শেষপ্রান্ত। ঢিলছোড়া দূরত্বেই শ্মশান! চারদিকে ধূ ধূ মাঠ। বীরভূমের কোনাইপুরে ঠিক এখানেই শনিবার মাঝরাতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে! যে হত্যাকাণ্ডের পিছনে উঠে আসছে বালি ব্যবসা নিয়ে শত্রুতার যোগ। নিহত নেতার পরিবারের দাবি, শনিবার মাঝরাতে কারও একজনের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। চারদিকে নেই কোনও বাড়িঘর নেই বললেই চলে, কোনাইপুর শ্মশানের কাছেই খুন করা হয়ে বলে অভিযোগ।






















