(Source: ECI/ABP News/ABP Majha)
Sonajhuri Saraswati Puja: সোনাঝুরি থেকে খোয়াই হাতে হাত রেখে যুগলরা, বাসন্তি শাড়ি-পাঞ্জাবিতে জমজমাট বাঙালির প্রেমদিবস
Birbhum News: ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালবাসার উদযাপন চোখে পড়ল বীরভূমের শান্তিনিকেতনের সোনাঝুরিতে।
ভাস্কর মুখোপাধ্যায়, আবির ইসলাম, সোনাঝুরি: সরস্বতী পুজো এমনিতেই প্রেম উদযাপনের দিন বাঙালির কাছে। এ বছর বাড়তি মাত্রা যোগ হয়েছে দিনটিতে। কারণ এ বছর ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে-ও। 'প্রাচ্যের প্যারিস' শহর কলকাতায় তার রেশ দেখা যাচ্ছে যেমন, পিছিয়ে নেই জেলাগুলিও। শান্তিনিকেতনের সোনাঝুরিতেও এদিন হাতে হাত রেখে দেখা গেল যুগলদের। (Sonajhuri Saraswati Puja)
একদিকে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো, অন্য দিকে ভ্যালেন্টাইন্স ডে
ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালবাসার উদযাপন চোখে পড়ল বীরভূমের শান্তিনিকেতনের সোনাঝুরিতে। একদিকে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো, অন্য দিকে বসন্তের ফুলে মাতোয়ারা চারিদিক। সেই আবহে ভালবাসার অনুভূতি পবিত্রতর হয়ে উঠেছে। যুগলদের মধ্যে তাই বাড়তি উচ্ছ্বাস চোখে পড়ছে সর্বত্র। শুধু অল্পবয়শি ছেলেমেয়েরাই নন, নানা বয়সের মানুষজনকেই এদিন একসঙ্গে সময় কাটাতে দেখা গেল। (Birbhum News)
ভ্যালেন্টাইন্স ডে এমনিতে পশ্চিমি সংস্কৃতির অংশ হলেও, প্রেমের দিনে বাঙালির মনেই অন্য রূপ পায় ভালবাসা। এই ভালবাসা শুধুমাত্র প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রিয় মানুষকে নিয়ে অব্যক্ত অনুভূতিও ডানা মেলে। আবার এই বিশেষ দিনে প্রিয় বন্ধুকেও ভরিয়ে দেওয়া যায় স্নেহ-ভালবাসায়। উপহার দেওয়া-নেওয়া চলতে পারে তাঁদের মধ্যেও।
শান্তিনিকেতনের সোনাঝুরিতেও এদিন তেমনই দৃশ্য চোখে পড়ল ইতিউতি। শান্তিনিকেতন, সোনাঝুরি, খোয়াই, কোপাই নদীর পাড়-সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গেল যুগলদের। লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি, বাসন্তী, নানা রংয়ের পোশাক, সাজসজ্জায় রঙিন হয়ে ওঠে চারিদিক। হাতে হাত রেখে পথ চলা, পাশাপাশি বসে আঙুলে আঙুল গলিয়ে চলল অনুভূতির আদানপ্রদান। খুনসুঁটির সঙ্গে মিশে গেল আগামীর অঙ্গীকারও।
বাঙালির প্রেমদিবস সরস্বতী পুজো, রাজ্য জুড়ে উৎসবের আমেজ
মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে বুধবার সরস্বতী পুজো৷ আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা চলছে। সরস্বতী বিদ্য়ার দেবী। তবে তাঁর সঙ্গে প্রেমের কোনও বৈরিতা নেই। তাই বাগদেবীর আরাধনার দিনটি বাঙালির প্রেমদিবসও। সেই উপলক্ষে রাজ্য জুড়ে ফের উৎসবের আমেজ। তাই হাত ধরে বেরিয়ে পড়া, অকসঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করলেন না কেউ। সবমিলিয়ে, বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে পথে জমজমাট রইল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে৷