Visva Bharati University: উপাচার্যর সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্থার অভিযোগ, অধ্যাপককে বরখাস্ত করল বিশ্বভারতী
এর আগে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনের নেপথ্যে থাকার অভিযোগে তাঁকে একাধিকবার শোকজ করা হয়েছিল।
বীরভূম: উপাচার্যর (Vice Chancellor) সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্থার অভিযোগে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে (Sudipta Bhattacharya) বরখাস্ত করল বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষ। বিশ্বভারতীর (Visva Bharati) অর্থনীতি ও রাজনীতি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। এর আগে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনের নেপথ্যে থাকার অভিযোগে তাঁকে একাধিকবার শোকজ করা হয়েছিল । পরে তাঁকে সাসপেন্ডও করা হয়। প্রায় আড়াই বছরের বেশি সাসপেন্ড ছিলেন তিনি । ২ মাস আগে তাঁকে ক্লাস নেওয়ার অনুমতি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।সম্প্রতি উপাচার্যকে ঘেরাও করে পড়ুয়ারা। অভিযোগ, সেই সময় উপাচার্যর সঙ্গে দুর্ব্যবহার করেন সুদীপ্ত ভট্টাচার্য। পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন বরখাস্ত অধ্যাপক।
প্রথমে ১ বছর ৯ মাসের সাসপেনশন এর পর নভেম্বরে শোকজ । আর ডিসেম্বরে বরখাস্ত! উপাচার্যর সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্থার অভিযোগ দেখিয়ে বরখাস্ত করা হল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে । বিশ্বভারতীর (Visva Bharati University) অর্থনীতি ও রাজনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য । পড়ুয়া মহলে জনপ্রিয় মুখ । বিশ্ববিদ্য়ালয়ের (Visva Bharati University) বিভিন্ন ছাত্র আন্দোলনে পাশে দেখতে পাওয়া যায় এই অধ্যাপককে । সেই সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
দীর্ঘ ১ বছর ৯ মাস পর, সম্প্রতি, মাস দুয়েক আগে, তাঁকে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু এরইমধ্য়ে ফের ছাত্রদের আন্দোলনে তাঁকে দেখা যায় বলে অভিযোগ। গত ২৩ নভেম্বর, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে, উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীকে ঘেরাও করে পড়ুয়াদের একাংশ । উপাচার্য অভিযোগ, তাঁকে মারধর করা হয়। আর সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, অধ্য়াপক সুদীপ্ত ভট্টাচার্য ।
এই ঘটনার ১ সপ্তাহের মাথায় শোকজ করা হয় অধ্যাপককে। তারপরএকমাসও হতে পারল না বরখাস্তের চিঠি পাঠানো হল, অধ্যাপককে । চিঠিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ, ছাত্র, বহিরাগত বা দুষ্কৃতীদের হিংসায় মদত দিয়েছেন তিনি। চিঠির সেকেন্ড প্য়ারার ফার্স লাইনের মাঝামাঝি উপাচার্যকে হুমকি, কাজে বাধা ও শারীরিক হেনস্থারও অভিযোগ আনা হয়েছে। তবে, অভিযোগের স্বপক্ষে যুক্তি দেওয়ার জন্য কর্তৃপক্ষের তরফে ১৫ দিন সময় দেওয়া হয়েছে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে ।
আরও পড়ুন: Year Ender 2022: টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ! কী হয়েছিল সেদিন? বছর শেষে ফিরে দেখা