BIrbhum: বীরভূমের খয়রাশোলে ঝোপের আড়াল থেকে উদ্ধার ৩৫টি বোমা
Birbhum News: একটি জারিকেন ও একটি বালতিতে প্রায় ৩৫ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বোমা গুলিকে ঘিরে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বোম্ব স্কোয়ার্ড এসে পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
এরশাদ আলম, বীরভূম: আজ খয়রাশোল থানার সারিবাগান বটতলা এলাকায় ঝোপের মধ্যে লুকিয়ে রাখা প্রায় ৩৫ টি বোমা উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ। এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে একটি জারিকেন ও একটি বালতিতে প্রায় ৩৫ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বোমা গুলিকে ঘিরে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বোম্ব স্কোয়ার্ড এসে পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
এর আগেও এমনভাবে বিভিন্ন এলাকায় পুরভোটের আগে-পরে বোমা পাওয়া গিয়েছিল। এবার ফের একবার তেমনই ঘটনা ঘটল। কিন্তু এই বোমাগুলো কোথা থেকে এসেছে। কারাই বা এই বোমাগুলো ওখানে রেখে দিয়ে গিয়েছে, তা নিয়ে কোনওকিছু জানাতে পারেনি এখনও পর্যন্ত পুলিশ। সূত্রের খবর, খয়রাশোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই বোমাগুলো গিয়ে উদ্ধার করে। তবে পুলশি তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কীভাবে এত বোমা উদ্ধার হল এলাকা থেকে, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
ভাটপাড়ায় কাল বোমা উদ্ধার হয়েছিল
গতকালই ভাটপাড়ায় (Bhatpara) উদ্ধার প্রচুর তাজা বোমা (Bomb) উদ্ধার হয়েছিল। সবমিলিয়ে মোট ১৬টি বোমা উদ্ধার হয়েছে বলেছে খবর পুলিশ সূত্রে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১২ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলায়। আজ, মঙ্গলবার বেলায় একটি স্থানীয় গুমটির মধ্যে হঠাৎই বোমাগুলো দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ভাটপাড়া থানাতে (Bhatpara Police Station)।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভাটপাড়া থানার পুলিশ (Bhatpara Police Station) ঘটনাস্থলে পৌঁছয়। ভাটপাড়া থানার পুলিশ (West Bengal Police) বোমাগুলো উদ্ধার করে। এর পর বন্ধ থাকা কাঁকিনাড়া পেপার মিলের ভেতরে গঙ্গার ধারে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে হয় বোম্বস্কোয়াডের তরফে। তবে কারা, কী কারণে ওই গুমটির মধ্যে বোমাগুলো লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।
আরো পড়ুন: ভুয়ো সই দেখিয়ে জমি প্রতারণায় আত্মসাৎ ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ২