Birbhum News: ৬ বাইক আরোহীকে সন্দেহ, ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য় করে 'গুলি'! মর্মান্তিক ঘটনা বীরভূমের দুবরাজপুরে..
Birbhum Dubrajpur Police Attacked: ফের আক্রান্ত পুলিশ, এবার বীরভূমের দুবরাজপুরে

বীরভূম: ফের আক্রান্ত পুলিশ, এবার বীরভূমের দুবরাজপুরে। পুলিশকে লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ। সন্দেহ হওয়ায় ৬ বাইক আরোহী যুবককে ধাওয়া করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ধাওয়া করে একটি বাইক ধরে ফেরে পুলিশ। গ্রেফতার ৩, ধৃতদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও মাদক । বাকি ৩ অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের।
তবে এমনটা প্রথমবার নয়, প্রেক্ষাপট আলাদা হলেও গোয়ালপোখর-সহ একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছিল। অতীতে পুলিশ হেফাজতে থাকা আসামিকে ছিনতাইয়ে অভিযোগ উঠেছিল ডোমকলের আলিনগর গ্রামে। আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গেলে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিলে। আক্রান্ত হয়েছিলেন ASI রানাপ্রতাপ সেনগুপ্ত. তাঁর আঙুলে কোপ মারা হয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এলাকায় পুলিশি টহল চলেছিল। কিন্তু একের পর এক এই ঘটনায় এবার প্রশ্ন উঠেছে।
'খুনের' আসামীকে ধরতে গিয়ে কিছু বছর আগে আক্রান্ত হয়েছিলেন বিহার এসটিএফ-র পুলিশ (Bihar STF)। আসামীর উপর ৪ জনকে খুন করার অভিযোগ উঠে এসেছিল। অভিযানের সময়, আগ্নেয়াস্ত্র (Fire Arms) ছিনিয়ে নিয়ে হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছিল। যদিও শেষরক্ষা হয়নি। বিহারে (Bihar) একটি মাছের ভেড়ি নিয়ে গন্ডগোলের জেরে খুন হয়েছিল চারজন। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল বিহার পুলিশ। তবে অন্যতম অভিযুক্তই ফেরার ছিল। তারপর শেষ অবধি ধরা পড়ে গিয়েছিল বিহারের কুখ্যাত অপরাধী নবীন কুমার ঝা।
জানা গিয়েছে, খুনের ঘটনার পর থেকেই ফেরার ছিল অন্যতম অভিযুক্ত বিহারের মধুবনীর বাসিন্দা বছর ২৬-র নবীন কুমার। বিহার পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তাঁর সন্ধানে তল্লাশী শুরু করেছিল। জানতে পারে হাওড়া কোনা এক্সপ্রেস ওয়ে সংলগ্ন, কোনা ট্রাক টার্মিনালে সে, গা ঢাকা দিয়ে আছে। এরপরেই আচমকা অভিযান চালিয়েছিল বিহার এসটিএফ টিম। নবীনকে ধরতে গেলে এসটিএফ-র সঙ্গে শুরু হয়েচিল ধস্তাধস্তি। পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালানোর হুমকি দিচ্ছিল সে। ঠিক যেনও হিন্দি সিনেমা। এরপর তার ওপর ঝাঁপিয়ে পড়ে, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছিল পুলিশ। তখন এসটিএফ-র এক অফিসারের ওপর আক্রমণ করেছিল নবীন। ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে এসেছিল কর্মরত কোনা ট্রাফিক গার্ডের পুলিশ। ধরে ফেলা হয়েছিল ওই অপরাধীকে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।
আরও পড়ুন, কীভাবে আহত ইন্দ্রানুজ ? যাদবপুরকাণ্ডে শিক্ষামন্ত্রীর বয়ান নিল লালবাজার
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















