Birbhum News: 'কেন্দ্র ৫০ টাকা বেশি নিচ্ছে বলেই পেট্রোলের দাম ১০৬', পাপ্পু টি-শার্ট পরে প্রতিবাদ তৃণমূলের
TMC Attack Amit Shah on Fuel price: 'কেন্দ্রীয় সরকার পেট্রোলের লিটার পিছু ৫০ টাকা করে বেশি নিচ্ছে', পাপ্পু টিশার্ট পড়ে নলহাটির লোহাপুরে পেট্রোল পাম্পে তৃণমূল।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অরাজনৈতিক ভাবে পাপ্পু টিশার্ট (Pappu T Shirt) পরে রাস্তায় তৃণমূল (TMC)। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে কেন্দ্রের জন্য। সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার সকালে নলহাটির লোহাপুরে পেট্রোল পাম্পে কয়েকজন যুবক অমিত শাহ-র (Amit Shah) ছবি আঁকা টি-শার্ট পরে পেট্রোল পাম্পে (Petrol Pump)আসা সাধারণ মানুষ জানায় কেন্দ্রীয় সরকার পেট্রোলের লিটার পিছু ৫০ টাকা করে বেশি নিচ্ছে বলে, তেলের দাম হচ্ছে ১০৬ টাকা। তাঁরা জানায়, তেলের দাম কেন বেড়েছে, সেটাই মানুষকে বোঝানোর জন্য এই কর্মসূচী। তৃণমূলের যুব সম্প্রদায় অরাজনৈতিক ভাবে এই কর্মসূচী নেয় এবং প্রচার চালিয়েছে।
মূলত আজ এবং দীর্ঘ অনেকদিন ধরেই কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। প্রসঙ্গত, রাজ্যে পেট্রোল-ডিজেল, জ্বালানির দাম বাড়ার ইস্যুতে গত বছর থেকেই একাধিক কর্মসূচি নেয় শাসকদল, বামেরা। কখনও বাইকে আগুন জ্বালিয়ে, কখনও কয়লার আগুনে রান্না করে, কখনওবা প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে বাম-তৃণমূল। তবে এবার পাপ্পু টি-শার্ট পরে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল তৃণমূল। মূলত, কয়লাপাচার মামলায় ইডি তলব শেষে, বাইরে বেরিয়ে এসেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দেশের সবচেয়ে বড় পাপ্পু, অমিত শাহ। আর সেই সন্ধ্যার পরেই, তৃণমূলের তরফে করা অমিত শাহ-র ছবি আঁকা , পাপ্পু লেখা টি-শার্ট দেখেছিল সারা বাংলা তথা দেশ। আর এবার সেই পাপ্পু টি শার্টকে সামনে রেখেই প্রতিবাদে নামল শাসকদল।
আরও পড়ুন, 'মানুষের প্রাণের মূল্য নেই, এই সরকারের কাছে', ডেঙ্গি ইস্যুতে বিস্ফোরক দিলীপ
প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের উপর আফগারি শুল্ক প্রতি লিটারে ৮ টাকা কমানোর ঘোষণা করে। তারপর থেকে একমাসেরও উর্ধ্বে পেট্রোল ও ডিজেলের দাম অব্যহত রয়েছে।কেন্দ্র পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই, রাজ্যে কমে আসে জ্বালানীর দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানীর দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে। অপরদিকে, গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। যাওবা কেনা সম্ভব হচ্ছে, তাও আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই। এদিকে দোরগড়ায় পুজো, বাড়িতে অতিথি, কেউবা গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার অপেক্ষায়। তাই জ্বালানির দাম কমার অপেক্ষায় সারা বাংলা।
বিস্তারিত আসছে...