Birbhum: গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের পাইকরে ৪০টি বোমা উদ্ধার করল পুলিশ
এদিন পাইকর থানার পঞ্চহর গ্রামের কাছে কালভার্টের নিচে তিন টি প্লাস্টিকের বালতি থেকে আনুমানিক ৪০ টি বোম উদ্ধার করল পাইকর থানার পুলিশ।
নান্টু পাল, বীরভূম: গোপন সূত্রে খবর পেয়ে আনুমানিক ৪০টি তাজা বোমা (Bomb) উদ্ধার করল বীরভূমের (Birbhum) পাইকর থানার পুলিশ। এদিন পাইকর থানার পঞ্চহর গ্রামের কাছে কালভার্টের নিচে তিন টি প্লাস্টিকের বালতি থেকে আনুমানিক ৪০ টি বোম উদ্ধার করল পাইকর থানার পুলিশ। পুলিশ উদ্ধার হওয়া বোমা গুলি ঘিরে রেখেছে। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য। কারা বোম গুলি রেখেছে তদন্তে পুলিশ।
নানুরে বোমা উদ্ধার
রামপুরহাটে হত্যাকাণ্ডের (Rampurhat violence) তদন্তে ক্যাম্প করে তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। আর তারই মধ্যে নানুরের (Nanoor) থুপসাড়া গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ১০০টি তাজা বোমা (Bomb)। পুলিশ সূত্রে খবর, একটি বাড়ির পিছনের পুকুরপাড়ে তিনটি বালতিতে বোমাগুলি রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নানুর থানার পুলিশ ওই গ্রামে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে।
ফের সিবিআই তদন্তের দাবি
পুরুলিয়ার (Purulia) ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর (Congress Councillor Tapan Kandu) খুনের (Murder Case) ঘটনার প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ কয়েকদিন আগে বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনায় এবার সিবিআই তদন্তের (CBI Probe) দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
তপন কান্দু খুনের তদন্তে সিবিআই
ইতিমধ্যেই ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিহতের পরিবার শুরু থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেও, রাজ্য সরকার তদন্তে পুলিশেরই সিট তৈরি করে। তবে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে বলেছে, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাতেই এই নির্দেশ।
আরো পড়ুন: উডবার্ন কি হাসপাতাল, না কয়েদীদের আশ্রয়খানা? ফের বিস্ফোরক কুণাল, নিশানায় রাজ্যের মন্ত্রী