CBI: ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতের পর এবার লাভপুরের তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই
CBI Summoned: সিবিআই সূত্রে খবর, গতকালই বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় বাজিরা দিতে বলে তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে।
প্রকাশ সিন্হা, কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পর এবার লাভপুরের তৃণমূল (TMC) বিধায়ক অভিজিত্ সিংহকে (Abhijit Singh) তলব করল সিবিআই (CBI)। এই মামলাতেই অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতকাল জিজ্ঞাসাবাদ করেছে।
সিবিআই সূত্রে খবর, গতকালই বিজেপি (BJP) কর্মী গৌরব সরকারের খুনের মামলায় বাজিরা দিতে বলে তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিজিত্ সিংহ জানিয়েছেন, তিনি নোটিস পেয়েছেন। তদন্তে সবরকম সহযোগিতা করবেন।
সূত্রের খবর, লাভপুরের তৃণমূল বিধায়ককে আগামীকাল দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তলব করা হয়েছে।
আরও পড়ুন, চিকিৎসার জন্য এসএসকেএমে অনুব্রত মণ্ডল
ভোট পরবর্তী হিংসা মামলায় CBI দফতরে অনুব্রত মণ্ডলের হাজিরা। ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ঘটনার দিন কোথায় ছিলেন? কীভাবে জানতে পারলেন? অনুব্রতকে প্রশ্ন CBI’এর। ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ। এর আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন বীরভূমের তৃণমূল সভাপতি। গত বছরের ২ মে, ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই মামলাতেই তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এর আগে চারবার সিবিআই হাজিরা এড়ান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। পঞ্চমবারের তলবে সিবিআই দফতরে হাজির হন অনুব্রত।
এদিকে, কলকাতায় ফের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছন তিনি। বৃহস্পতিবারই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর মুখোমুখি হন তিনি। টানা পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার পর শুক্রবার সকালে এসএসকেএম-এ হাজির হন অনুব্রত।