Didir Doot : ফের ক্ষোভের মুখে 'দিদির দূত' শতাব্দী, গাড়ি আটকে অভিযোগ বৃদ্ধার
Satabdi Didir Doot : সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : লালমাটির জেলায় ( Birbhum ) আবারও দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূতেরা ( Didir Doot ) । একদিকে এলাকার মানুষের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক ( TMC MLA )। অন্যদিকে, বিক্ষোভের মুখে শতাব্দী রায় ( Satabdi Roy )।
বীরভূমে এর আগেও দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা। পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা।
অন্যদিকে আবার সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদেরই একাংশ। তাঁদের অভিযোগ, স্থানীয় খেলার মাঠ বিক্রি করে দিয়েছেন পঞ্চায়েত প্রধান, আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।
আরও পড়ুন :
Vande Bharat : হাওড়া - NJP র পর, এবার বন্দে ভারত ছুটবে পুরী অবধি ?
এর আগেও জেলায় জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন দিদির দূতেরা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, কেউই বাদ যাননি ক্ষোভ থেকে। এর আগেও এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়েন শতাব্দী। ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়ছেন দিদির দূত, তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। kolkata:
এর আগে এই মাসের ১৩ তারিখে তুমুল ক্ষোভ-বিক্ষোভের মুখোমুখি হতে হয় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। তারপর দলীয় কর্মীর বাড়িতে খেতে বসেও না খেয়ে উঠে যাওয়া নিয়ে বাধে বিতর্ক! রামপুরহাটের বিষ্ণুপুর গ্রামে, জনসংযোগে যান তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেখানে তাঁকে দেখেই রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। শুধু সেখানেই নয়, জানুয়ারিতে রামপুরহাট, নলহাটির পর মহম্মদবাজারেও দিদির দূত কর্মসূচিতে গিয়ে, বীরভূমে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। গত রবিবার সকালে, মহম্মদবাজারের ফুল্লাইগ্রামে, শতাব্দীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। মূলত, পানীয় জল, আবাস যোজনায় বাড়ি না পাওয়ায় ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। স্থানীয়রা দাবি করেন , ' আমরা জল চাই, স্বাস্থ্য় চাই। আমরা চাষের সুবিধা চাই, আমাদের গ্রামে ১৫ বছরেও জল হয়নি '
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগের লক্ষ্য়ে দিদির দূত কর্মসূচি শুরু করেছে তৃণমূল। কিন্তু, দিকে দিকে তৃণমূলের জনপ্রতিনিধিদের যেভাবে ক্ষোভ-বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে, তাতে প্রশ্ন উঠছে, ভোটের ফলে এর কী প্রভাব পড়বে?