Kali Puja 2021: দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজো, তন্ত্রমতে মাতৃ আরাধনার আয়োজন তারাপীঠে
Tarapith Temple Update: ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি। দুপুরে মায়ের বিশেষ ভোগ। সন্ধেয় সন্ধ্যারতি। রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে।
অর্ণব মুখোপাধ্যায়, বীরভূম: তারাপীঠে (Tarapith) শক্তির আরাধনা। সাড়ম্বরে রীতি মেনে পুজো ৷ করোনা (Corona Situation) আবহেও ভক্তদের ভিড় মন্দির চত্বরে। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তার আগে ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি। এরপর দুপুরে মাকে ভোগ নিবেদন করা হয়। ভোগের শেষে ভৈরবকে স্নান করানো হয় ৮০ কেজি দুধ দিয়ে। সন্ধেয় সন্ধ্যারতি। রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে।
তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি ৷ দেবীও নিরাশ করেননি ৷ মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা (Bamakhepa)। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।
শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয় ৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। করোনা আবহেও দীপাবলির (Diwali) আনন্দ শহর থেকে জেলায়। করোনা আবহে দক্ষিণেশ্বর মন্দিরেও (Dakshineswar Kali Temple) ভবতারিণী মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। রয়েছে কড়াকড়ি। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে বসে পুজো দেখতে না পারলেও, এবারও মা ভবতারিণীর কাছে পুজো দিতে পারবেন ভক্তরা। ১৮৫৫ সালে রানি রাসমনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে রামকৃষ্ণদেবের সাধনাস্থলে পরিণত হয় দক্ষিণেশ্বর মন্দির।
কালীপুজোয় (Kali Puja 2021) চার প্রহরে মা ভবতারিণীর পুজো হয়। এবার পুজো শুরু হবে রাত সাড়ে ১০টার পর। আজ ভোর পাঁচটায় মন্দির খোলে। এরপর মঙ্গলারতি ও ধূপারতি হয়। তবে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। গতবারের মতো এবারও ফুল, ধূপকাঠি-সহ অন্যান্য সামগ্রী নিয়ে মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে মিষ্টি নিয়ে ঢুকতে পারবেন ভক্তরা।
আরও পড়ুন: Kali Puja 2021: দশমহাবিদ্যা রূপে মাতৃ আরাধনা, কালীপুজোয় সেজে উঠেছে অন্যতম সতীপীঠ কামাখ্যা