Birbhum News: মাথায় খসে পড়ল চাঙর, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিকের
Migrant Laborer Dies: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম পিন্টু মাল। বয়স আঠাশ বছর। গত মঙ্গলবার মুম্বইয়ে একটি আবাসনে কাজ করতে গিয়ে মারা যান তিনি, এমনই জানিয়েছে সেখানকার প্রশাসন।
ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের (migrant laborer)। মৃত (death) শ্রমিকের নাম পিন্টু মাল। বয়স আঠাশ বছর। গত মঙ্গলবার মুম্বইয়ে (mumbai) একটি আবাসনে (building) কাজ করতে গিয়ে মারা যান তিনি, এমনই জানিয়েছে সেখানকার প্রশাসন।
কী ঘটেছিল?
মৃতের বাড়ি নলাহাটি থানার শীতল গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে পিন্টু গ্রামের কয়েক জনের সঙ্গেই নির্মাণ শ্রমিকের কাজ করতে মুম্বই গিয়েছিলেন। গত মঙ্গলবার বাণিজ্যনগরীর একটি আবাসনে কাজ করছিলেন তিনি। হঠাতই বিপত্তি। ঢালাইয়ের একটি অংশ তাঁর মাথার উপর খসে পরে। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে পিন্টুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শুক্রবার সকালে যুবকের মৃতদেহ গ্রামে এসে পৌঁছয়। তরতাজা প্রাণের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। এলাকায় শোকের ছায়া, কথা বলার ভাষা হারিয়েছেন পরিজনরা। প্রসঙ্গত, এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের এমন মর্মান্তিক পরিণতি এই প্রথম নয়।
আগেও মর্মান্তিক পরিণতি...
গত জুনে কর্মস্থলের শৌচাগারের চেম্বারে পড়ে গিয়ে মারা যান এই রাজ্যের দুই পরিযায়ী শ্রমিক। আদতে পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ারের বাসিন্দা দুজন মাসতিনেক আগে কাজের সূত্রে কেরলের মালাপ্পুরম জেলার তিরুরে গিয়েছিলেন, জানিয়েছিল পরিবার। সঙ্গে ছিলেন ইব্রাহিম শেখ নামে আরও এক জন। তিন জনই পেশায় নির্মাণ শ্রমিক। মৃতদের পরিবারের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় তাঁদের ফোন করে দুর্ঘটনার কথা জানান আলমাস শেখ ও আশরাফুল শেখের সঙ্গীরা। বলেন, ইব্রাহিমের পকেটে থাকা প্রায় পনেরো হাজার টাকা কোনও কারণে শৌচাগারের সেপটিক চেম্বারে পড়ে গিয়েছিল। সেই টাকা উদ্ধার করতে গিয়েছিলেন আলমাস ও আশরাফুল। আর উঠতে পারেননি। তলিয়ে যান সেখানেই। গোটা ঘটনায় শোকস্তব্ধ আলমাস-আশরাফুলের পাড়া-পড়শিরা। তার আগে, গত এপ্রিলে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙা বেলতলা পাড়া এলাকার বাসিন্দা কবিরুল শেখ। বছর কুড়ির ওই শ্রমিক কাজের একটি নির্মীয়মাণ বাড়ির পাইপ লাইনে কাজ করছিলেন। সেই সময়ই কোনওভাবে বিদ্যুতের তারের উপর পড়ে যান। তাঁর হাতে ছিল লোহার পাইপও। তরুণের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল সে সময়েও।
আরও পড়ুন:দেশের GDP বৃদ্ধির পূর্বাভাস কমাল রিজার্ভ ব্যাঙ্ক, ৭.২ শতাংশ থেকে ৭ শতাংশ অনুমান