Rampurhat Violence : ''আশা করি বাংলার সরকার দোষীদের শাস্তি দেবে'', বগটুই হত্যালীলা সরব নরেন্দ্র মোদি
Birbhum News Live : বকটুইয়ে হত্যালীলায় নির্দিষ্ট কিছু বাড়ি বেছে আগুন লাগানোর অভিযোগ। তদন্তে সিট, ঘটনাস্থলে ফরেন্সিক
LIVE
Background
Rampurhat News Live : রামপুরহাটের বকটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? আগুনে পোড়া বাড়িগুলির অবস্থান তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে। ভয়ঙ্কর হত্যালীলার পর থমথমে গোটা গ্রাম। খাঁ-খাঁ করছে বাড়ি।
আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবারও। শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার পর একদিন পেরিয়ে গেলেও এখনও খড়ের গাদা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এদিকে, বকটুইয়ে হত্যালীলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ২০। ধৃতদের মধ্যে একজন নিহত তৃণমূল উপপ্রধানের দাদা। খবর সূত্রের।
ভয়ঙ্কর হত্যালীলার পর :
প্রাণভয়ে সাঁইথিয়ায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে নিহতের আত্মীয় মিহিলাল শেখের পরিবার। শনাক্তকরণ ছাড়াই কী করে শেষকৃত্য হল, সেই প্রশ্ন তুলছে তারা। নিহতের অভিযোগ, পুলিশের সামনেই আগুনে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। তাই রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের আত্মীয় মিহিলাল শেখ।
স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টে :
রামপুরহাটের বকটুইয়ে নৃশংস হত্যালীলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট।
Rampurhat Violence Live : SIT’এর প্রধান ADG-CID জ্ঞানবন্ত সিংহ পরিদর্শন করেন
বুধবার, SIT’এর প্রধান ADG-CID জ্ঞানবন্ত সিংহ বিশেষ তদন্তকারী দলের অন্য সদস্য ও তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন।
Rampurhat Violence: বখরা নিয়ে গণ্ডগোলের জেরেই কি খুনের পাল্টা হত্যালীলা?
বীরভূমের বগটুইয়ের হত্যালীলার নেপথ্যে কী রয়েছে পাথর আর বালি খাদানের কোটি কোটি টাকার বখরা নিয়ে গণ্ডগোল? ভাগ বাঁটোয়ারার লড়াই? ঘটনায় বালি মাফিয়া যোগের অভিযোগ তুলেছেন মহম্মদ সেলিম।
Rampurhat Violence Live : ভাদু শেখের অনুগামীরাই বাড়িতে আগুন লাগিয়েছে, অভিযোগ নিহতের আত্মীয় মিহিলাল শেখের
নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের অনুগামীরাই বাড়িতে আগুন লাগিয়েছে। অভিযোগ নিহতের আত্মীয় মিহিলাল শেখের। এর পিছনে রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনের হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি, উপপ্রধান খুনে অভিযুক্তরাই আগুন লাগিয়েছে। তৃণমূলকে বদনাম করতে তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি।
Rampurhat Violence: কাল বগটুই গ্রামে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল
কাল বগটুই গ্রামে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল। ৫ সদস্যের দলে উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ।
Rampurhat Violence Live : গ্রাম ছাড়ছেন বাসিন্দারা
সোমবার রাতের হত্যালীলার পর মঙ্গলবার থেকেই গ্রাম ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা।