Saraswati Puja 2025: বোলপুরে গেটের বাইরেই পুজো, ভিতরে 'বন্দি' প্রধান শিক্ষক !
Birbhum School Saraswati Puja 2025 Chaos : সরস্বতী পুজো ঘিরে ধুন্ধুমার বোলপুরেও! স্কুলে সরস্বতী পুজো না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ, প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে আটকে গেটে তালা দিলেন স্থানীয়রা

বীরভূম: বোলপুরে গেটের বাইরেই পুজো, ভিতরে 'বন্দি' প্রধান শিক্ষক! সরস্বতী পুজো ঘিরে ধুন্ধুমার বোলপুরেও! স্কুলে সরস্বতী পুজো না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ। প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে আটকে গেটে তালা দিলেন স্থানীয়রা ।
স্কুলে আটকে প্রধান শিক্ষক, উদ্ধার করল পুলিশ । 'নিজের শরীর খারাপ, এক শিক্ষক ছুটিতে, তাই পুজো হয়নি'। কেন স্কুলে সরস্বতী পুজো হয়নি? বিতর্কে দাবি প্রধান শিক্ষকের । 'কেন পুজো হয়নি, ১০ তারিখ ডাকা হয়েছে শিক্ষকদের', নিচু বাঁধগোড়া প্রাথমিক স্কুলে পুজো বিতর্কে জানাল প্রাথমিক স্কুল সংসদ। অপরদিকে, একই কলেজের ২ পক্ষের মধ্যে সংঘাতের জের। আর এর জেরে এবার কলেজ ক্যাম্পাসেই উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান দিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা। আর এই নিয়ে কড়া অবস্থানে কলেজের পরিচালন সমিতির সভাপতি মালা রায়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যু টেনে, মমতার সরকারকে জোর নিশানা বিরোধী দলনেতার।
এই ঘটনায় সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে। আর এপারেও কলকাতাতে পুলিশ দিয়ে পুজো হচ্ছে। তাও হাইকোর্টের হস্তক্ষেপে।'একই কলেজের ২ বিভাগের সরস্বতী পুজো ঘিরে নজিরবিহীন সংঘাত। আর সেখানেই এবার খোদ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বাণী বন্দনাতেও উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগের সরস্বতী পুজো করা নিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশেই, রবিবার সকাল থেকে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে আয়োজন করা হয় পুজোর। এরপর শিক্ষামন্ত্রী সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়াদের দাবি, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। কারণ আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নেই। আমরা সেফ ফিল করছি না। নিজের কলেজ ক্যাম্পাসে রেপ থ্রেট দেওয়া হবে ভাবিনি।'
আরও পড়ুন, দত্তপুকুরে উদ্ধার যুবকের দেহ ! মৃত্যুর আগেই 'পুড়িয়ে দেওয়া হয়েছিল হাত' ?
এরপর শিক্ষামন্ত্রী যতক্ষণ আইন কলেজের অধ্যক্ষের ঘরে ছিলেন, বাইরে টানা স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। অধ্যক্ষের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে, পড়ুয়াদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, প্রিন্সিপ্যালের ঘরে এসো ৪ জন। আমি কথা বলব। এদিন ব্রাত্য বসুর সঙ্গেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যান পরিচালন সমিতির সভাপতি ও কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ মালা রায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় বলেন ,'পুজোর দিনে আমরা এইরকম মাস ভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনব না। এটা স্টুডেন্টদের কিন্তু রাজনীতি নয়। এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন তাঁরা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক।'






















