(Source: ECI/ABP News/ABP Majha)
Paray Paray Didibhai: পাড়ায় সমাধানের ধাঁচেই বিজেপির পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি! অগ্নিমিত্রাকে কটাক্ষ তৃণমূলের
BJP Asansol: রাজ্যের দুয়ারে সরকার, পাড়ায় সমাধান প্রকল্পের ধাঁচেই এবার পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি শুরু করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
কৌশিক গাঁতাইত, আসানসোল: রাজ্য সরকারের পাড়ায় সমাধানের ধাঁচেই বিজেপির (BJP) পাড়ায় পাড়ায় দিদিভাই (Paray Paray Didibhai) কর্মসূচি! আসানসোল (Asansol) দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) অভিনব জনসংযোগ। রানিগঞ্জে চেলোদ এলাকায় গিয়ে শুনলেন স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)।
তীব্র গরমে জলের সঙ্কট, সরকারি প্রকল্পের টাকা না পাওয়া, পরের পর অভিযোগ করে চলেছেন বৃদ্ধা। সামনে বসে তা ডায়েরিতে নোট করে রাখছেন স্থানীয় বিধায়ক। রাজ্যের দুয়ারে সরকার, পাড়ায় সমাধান প্রকল্পের ধাঁচেই এবার পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি শুরু করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন, শিক্ষক নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পুরনো ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য!
শনিবার রানিগঞ্জের চেলোদ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। বিজেপি বিধায়কের অভিনব জনসংযোগ কর্মসূচি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা!
রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "নকল করে চলা ওদের অভ্যাস। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল কে সেখানকার মানুষ খুঁজে পাচ্ছেন না। কলকাতায় থেকে কোন বিধানসভার কাজ করা যায় না।" তৃণমূল-বিজেপি তরজায় তেতে উঠেছে আসানসোল শিল্পাঞ্চলের রাজনীতি। কিন্তু সাধারণ মানুষে-র দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান কত দ্রুত হবে, সেটাই দেখার বিষয়।