BJP Rift In Nandigram: খেলার মাঠের পাশ থেকে মাটি কাটার অভিযোগ, নন্দীগ্রামে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
Nandigram News: মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: খেলার মাঠের একপাশে থাকা খালের পাড় থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একজন ঠিকাদারের বিরুদ্ধে। ওই ঠিকাদারকে মাটি কাটার মদত দেওয়ার অভিযোগ বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি পবিত্র করের বিরুদ্ধে। দলের জেলা সহ সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর এমন অভিযোগে আবার সরব হয়েছেন খোদ বিজেপি পরিচালিত নন্দীগ্রামের বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডল। বিষয়টি প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব (BJP Rift In Nandigram) নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত আশদতলিয়া এলাকায় একটি পাকা রাস্তা নির্মাণের বরাত পায় এক ঠিকাদার সংস্থা। তা নির্মাণের জন্য রাস্তার দুপাশে পাইলিংয়ের জন্য প্রয়োজন মাটির। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যকে অন্ধকারে রেখে খেলার মাঠের একপাশে খালের পাড় থেকে কেটে নিয়ে চলে যাচ্ছেন বস্তা বস্তা মাটি। এর ফলে ওই মাটির ওপরে যে গাছগুলো লাগানো হয়েছে,তার গোড়া ক্রমশ আলগা হচ্ছে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে খালের পাড়।
বৃহস্পতিবার সকালে একইরকম ভাবে মাটি কাটতে গেলে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো ঠিকাদারকে ঘিরে চলে বিক্ষোভ। স্থানীয় বিজেপি পরিচালিত বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপি নেতা চন্দ্রকান্ত মণ্ডলের নিশানায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি পবিত্র কর।
চন্দ্রকান্তের দাবি, কয়েকদিন আগে উনি এখানে এসেছিলেন। উনি কেন এখানে আসবেন, এটা তো ওনার এলাকা নয়। ওনার মদতেই এইসব মাটি কাটার কাজ চলছে। অভিযোগ অস্বীকার করে পালটা পবিত্র কর দাবি করেছেন, তিনি এলাকার কাজ দেখভাল করার জন্য গিয়েছিলেন ঠিকই। কিন্তু যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন।
যদিও পবিত্র করের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। বছর চারেকের আগে পবিত্র কর যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন হিজলি টাইডাল ক্যানেলের মাটি চুরির অভিযোগে সরব হয়েছিলেন বিজেপি নেতা প্রলয় পাল। ফের এখন তাঁর বিরুদ্ধে দলেরই উপপ্রধান সরব হওয়ায় তোলাবাজি ও গোষ্ঠী দ্বন্দ্বের খোঁচা দিয়েছে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Domkal News: টিফিনের সময় আচমকা বজ্রপাত, ডোমকলের স্কুলে অসুস্থ ২৭ জন পড়ুয়া