Nisith Prmanik: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের
SC On Nisith: ২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তির উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এরপরেই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।যদিও তারপর...
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) আপাতত স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ( Union Minister Nisith Prmanik )। পুরনো মামলায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। যদিও তারপর ওই মামলায় নিশীথের আবেদন খারিজ করে দিয়েছিল সার্কিট বেঞ্চ। 'রক্ষাকবচ' চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে আবেদন করতে বলল সুপ্রিম কোর্ট। ততদিন নিশীথের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সর্বোচ্চ আদালতের।
মূলত ২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তির উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছিল পুলিশ। জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। এরপর রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেই মামলাইউ ঘুরেফিরে নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্টে এসে পৌঁছয়। তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেন নিশীথ। দলবিরোধী কাজকর্মের অভিযোগে তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। বিজেপি-তে তাঁকে প্রার্থী করা নিয়ে বিস্তর ঝামেলাও হয়েছিল সেই সময়। নয় নয় করে নিশীথের বিরুদ্ধে ১১টি অপরাধের মামলা রয়েছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ রয়েছে। সোনার দোকানে ডাকাতি থেকে শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মামলা তার মধ্যে অন্যতম।
প্রসঙ্গত, বাইশ সালে আলিপুরদুয়ারে (Alipurduar Court) সোনার দোকানে চুরির মামলায় বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আলিপুরদুয়ার আদালত (Alipurduar Court) । তাঁকে হাতিয়ার করে কোচবিহার জেলাজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবিতে পথে নেমেছিল তৃণমূল (TMC)। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে যখন সব রাজনৈতিক দলের নেতারাই কর্মীদের চাঙ্গা করতে ব্যস্ত, তখন উদয়নের মুখে ফিরেছিল সেসময় বারবার বিরোধী পক্ষ ও নেতাদের হুমকি।
আরও পড়ুন, 'ব্যাগ গোছাতে শুরু করুন, শীতের জিনিসও রাখবেন', ED-হানায় প্রতিক্রিয়া শুভেন্দুর
কখনও দাঁত ফেলে দেওয়ার হুমকি, তো কখনও দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এহেন মন্তব্যে বিতর্ক কম হয়নি। এই প্রেক্ষাপটেই সেসময় দিনহাটার তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল নতুন হুঁশিয়ারি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, 'আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরণের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না । এই কথাটা যেনও মাথায় থাকে ।'