Anupam Hazra: স্পেনে রাজ্যের জন্য শিল্পের ঘোষণা সৌরভের, গ্রেগ চ্যাপেলের কাছে ক্ষমা চাইলেন অনুপম হাজরা
Sourav Ganguly: মমতার স্পেন সফরে সঙ্গী হয়েছেন সৌরভ। সেখান থেকে রাজ্যের জন্য শিল্পের ঘোষণাও করেছেন তিনি।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে রাজ্যের জন্য শিল্পের ঘোষণা। ইস্পাত কারখানায় বিনিয়োগও করবেন বলে জানিয়েছেন। সেই নিয়ে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বেনজির আক্রমণ বিজেপি-র। দলের জাতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra) জানালেন, যত দিন যাচ্ছে সৌরভকে দেখে অবাক হচ্ছেন তিনি। এমনকি ক্রিকেটের বিতর্কিত অধ্যায়ের প্রসঙ্গ টেনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) কাছে ক্ষমাও চাইলেন তিনি।
মমতার স্পেন সফরে সঙ্গী হয়েছেন সৌরভ। সেখান থেকে রাজ্যের জন্য শিল্পের ঘোষণাও করেছেন তিনি। সেই নিয়ে বিজেপি-র তরফে ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় এবার নাম তুললেন অনুপমও। ফেসবুক পোস্টে 'ব্যক্তিগত মতামত' জানিয়ে লেখেন, 'গ্রেগ চ্যাপেল: মাফ করবেন স্যর, আপনার দূরদর্শিতা তথা মানুষ চেনার ক্ষমতা অনুধাবন না করেই একসময় আপনার অনেক সমালোচনা করেছিলাম'।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে, ফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়েও একই সুর ধরা পড়ে অনুপমের গলায়। বলেন, "যত দিন যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্ব দেখে অবাক হচ্ছি। কীর কারমে অবাক হচ্ছি, তা ভেঙে আর নাই বা বললাম! কেন ডিফারেন্ট, কেন অবাক লাগছে, যাঁরা রাজনীতির খবর রাখেন বুঝবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাজকর্ম দেখে মনে হয়, গ্রেগ চ্যাপেলের অনেক দূরদর্শিতা ছিল। উনি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দল থেকে বের করে দেওয়ার মূল কারিগর ছিলেন। সেই সময় বাঙালি ক্রিকেটারকে নিয়ে একটা আবেগ তো থাকবেই। কিন্তু না বুঝেই সমালোচনা করেছিলাম। ব্যক্তিগত ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।"
বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি সৌরভকে নিশানা না করলেও, সৌরভকে স্পেনে নিয়ে গিয়ে শিল্প ঘোষণা করতে হল, সেই নিয়ে তৃণমূল এবং মমতাকে আক্রমণ করেন তিনি। যদিও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বিজেপি-র কটাক্ষ কানে তুলতে নারাজ। তাঁর মতে, সৌরভের সমালোচনা করার জায়গাতেই নেই বিজেপি।
আরও পড়ুন: TMC: চেক জালিয়াতি করে স্কুল উন্নয়নের টাকা নয়ছয়, তৃণমূল নেতার বিরুদ্ধে 'চুরির' অভিযোগ!
মাদ্রিদে মমতার সঙ্গী হতে দেখা গিয়েছে সৌরভকে। সেখান থেকে শালবনিতে ইস্পাত কারখানা গড়ার কথাও জানিয়েছেন। এবিপি আনন্দকে তিনি জানান, শালবনির ইস্পাত কারখানায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন তিনি। প্রাথমিক পর্যায়ে তাতে ৬ হাজার কর্মসংস্থান হবে। শালবনিতে কারখানা গড়তে জিন্দলদের জমি দিয়েছিল রাজ্য। কিন্তু আজও সেখানে কারখানা হয়নি। সেখানেই কারখানা গড়বেন বলে জানিয়েছেন সৌরভ। ওই কারখানা গড়তে ছ'মাস সময় লাগবে বলে জানান তিনি।
সৌরভকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন আজকের নয়। ২০২১ সালের বাংলার বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে কার্যত দড়ি টানাটানি শুরু হয়ে যায়। শোনা গিয়েছিল, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব বাঙালির আবেগকে মাথায় রেখে সৌরভকে রাজ্যে দলের মুখ করতে চাইছেন। দিল্লি থেকে উড়ে এসে সৌরভের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করতে ছুটে গিয়েছিলেন অমিত শাহ। মমতাও একদিন হাজির হন সৌরভের বেহালার বাড়িতে। যদিও সন্তর্পণেই এতদিন নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে রেখেছিলেন সৌরভ। কিন্তু মাদ্রিদ সফরে তিনি মমতার সঙ্গী হওয়ায়, বিজেপি-র তরফে তীব্র প্রতিক্রিয়া উড়ে আসছে। অনুপমও কটাক্ষ ছুড়ে দিলেন।