Suvendu Adhikari: ‘কালীঘাটের কাকুকে নিয়ে আলোচনা, ইন্টারকমে কথা জ্যোতিপ্রিয়র সঙ্গেও’, মমতার SSKM যাওয়া নিয়ে দাবি শুভেন্দুর
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের SSKM-এ যাওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।
কলকাতা: স্বাস্থ্য পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের SSKM-এ যাওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, SSKM-এর সুপারের চেম্বারে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব, কলকাতা পুলিশের CP ও SSKM-এর সুপার। সেখানে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে আলোচনা হয়েছে। ইন্টারকমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলেছেন বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দুির। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, প্রলাপ করে চলেছেন শুভেন্দু।
শনিবার রাতে এ নিয়ে মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, "দু'টো মিটিংয়ের খবর নিন। গতকাল ২টো ৫৫ মিনিটে পিজি হাসপাতালে সুপারের দফতরে বসেছিলেন। সেখানে স্বাস্থ্যসচিব, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল সন্ধে ৭টা পর্যন্ত ছিলেন। আমার কাছে নির্দিষ্ট খবর আছে যে, সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সেখান থেকে হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও ইন্টারকমে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।"
এর পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও একদফা আলোচনা হয় বলে জানিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, "দ্বিতীয় মিটিং সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে। তিনি ছিলেন, তাঁর ভাইপো ছিলেন এবং নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানে আলোচনা হয়েছে, বাংলায় কী উপায়ে লোকসভা নির্বাচনে ভোট লুঠ করা যেতে পারে, সেই নিয়ে।" এ নিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল।
শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল বলেন, "সর্বৈব কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যাচার...এর কী জবাব হতে পারে! যা মুখে আসছে, একটা দিশাহীন... সব জায়গায় এই ধরনের কথা বলছে। একটা রুটিন চেকআপ এবং ছোট চিকিৎসা ছিল। সেটি সেরে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে এত মিথ্যাচার! এক সময়ে এই মুখ্যমন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে থেকে নিজের এবং পরিবারের লোকেদের একের পর এক রাজনৈতিক প্রতিষ্ঠা, পদ, ক্ষমতা ইত্যাদি। তার পর এত মিথ্যাচার, ভগবান ক্ষমা করবেন না।"
শুক্রবার এসএসকেএম হাসপাতালে পৌঁছন মমতা। জানান, রুটিন চেকআপের জন্যই আসা তাঁর। এক্স রে-ও রয়েছে। ডান কাঁধে ছোট অস্ত্রোপচারও হয় বলে খবর। হাসপাতাল থেকে বেরিয়ে সকলকে নতুন বছরের শুভেচ্ছাও জানান তিনি। সেই নিয়েই বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু। সূত্র মারফত সেই খবর তাঁর কাছে এসে পৌঁছেছে বলে দাবি করেছেন তিনি। যদিও তৃণমূল তাঁর দাবি খারিজ করে দিয়েছে।