Suvendu Adhikari: 'বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দুর উচিত দলকে ভাল ভাবে জানা', পদ্মে বাড়ছে অসন্তোষ?
BJP West Bengal News: শুভেন্দুর এই মন্তব্যর পরই শুরু হয়েছে নয়া বিতর্কের। এবার মুখ খুললেন, বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকি।
কলকাতা: বাংলায় লাগাতার হারের পর, এবার জয়ের মুখ দেখতে কি কট্টর হিন্দুত্বের লাইন আঁকড়ে ধরতে চাইছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)? রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে, শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। ১০০জন মুসলিমের মধ্যে ৯১জন ২০২১-এ ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারে ৯৫ শতাংশ মুসলিম ভোট দিয়েছে, সেই কারণে আমি রাজনৈতিক আমার দৃষ্টিভঙ্গি থেকে বলেছি।
শুভেন্দুর এই মন্তব্যর পরই শুরু হয়েছে নয়া বিতর্কের। এবার মুখ খুললেন, বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকি। তিনি বলেন, 'বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না শুভেন্দু অধিকারী। বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দুর উচিত দলকে ভাল ভাবে জানা। শুভেন্দু যা বলেছেন, তা হয়ত তাঁর ব্যক্তিগত মন্তব্য। বিজেপির সংখ্যালঘু মোর্চাকে কেউ শেষ করতে পারবে না'।
এদিকে, রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে ফাটল আরও চওড়া হচ্ছে পদ্ম শিবিরের অন্দরে। শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, মনের কথা বলার জায়গা প্রেস নয়। মনের কথা বলার জায়গা, আমার অনেক আছে, সেখানেই বলব।
এদিকে, বঙ্গ বিজেপির দুই বর্তমান শীর্ষ কর্তার দ্বন্দ্বের আবহে লাগাতার শুভেনদু অধিকারীর পাশে দাঁড়াচ্ছেন কুণাল ঘোষ।
তবে সরাসরি বিরোধী দলনেতার পাশে দাঁড়ালেন কার্তিক মহারাজ। তাঁর মতে, সে তাদের ব্যক্তিবিশেষে পাল্টাতেই পারে। তাঁরা, যাঁরা বলেছেন তাঁরা সেইভাবে সমাজে তাঁরা সেইভাবে গ্রামেগঞ্জে তাঁরা সেইভাবে নিশ্চয়ই যাননি। যদি গ্রামেগঞ্জে ঘোরেন তাঁর মুখে এই কথা বলতে পারেন না। কার্তিক মহারাজের কথায়, ভারতবর্ষের চেয়ারে বসে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। জাতপাত, ধর্ম নির্বিশেষে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর আসনে বসে তাঁর বক্তব্যে তিনি ঠিক রেখেছেন। শুভেন্দু অধিকারী একটা সেক্টর, একটা এখানকার রাজনৈতিক দলের তিনি একটা বিরোধী দলনেতা। তিনি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছেন এবং সেটা খারাপ বলেননি।
আরও পড়ুন, ভিডিও কল তুললেই নগ্ন মহিলা ! তারপরই লাগাতার ব্ল্যাকমেল, নাটকীয়ভাবে পুলিশের জালে রাজারহাটের গ্যাং
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে