Durga Puja Carnival: কার্নিভালে ফূর্তি করে বেড়াচ্ছেন মমতা! তীব্র আক্রমণ অগ্নিমিত্রার
Mamata Banerjee: কার্নিভালের নামে সরকারি টাকায় মোচ্ছব চলছে বলে রাজ্যকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
কলকাতা: করোনার জেরে মাঝে দু'বছরের বিরতি। ফের স্বমহিমায় ফিরল কলকাতার পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। তা নিয়ে শাসক-বিরোধী তরজাও তুঙ্গে। সরকারি টাকায় মোচ্ছব হচ্ছে বলে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul )।
পুজো কার্নিভাল নিয়ে বিরোধীদের তোপের মুখে রাজ্য
কার্নিভালের নামে সরকারি টাকায় মোচ্ছব চলছে বলে রাজ্যকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সুরে গলা মিলিয়ে অগ্নিমিত্রা বলেন, "আজ প্রদীপের তলায় ঘুটঘুটে অন্ধকার। লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে কার্নিভাল হবে। কিন্তু সেই রাস্তার পাশেই আমাদের হবু শিক্ষক-শিক্ষিকারা বসে আছেন ন্যায্য দাবির জন্য। কেন আপনি সমস্যার সমাধান করছেন না? কেন আপনি কার্নিভালে ফূর্তি করে বেড়াচ্ছেন?"
ক'দিন আগেই বিসর্জনের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে জলপাইগুড়ির মালবাজারে। নদীর হড়পা বানে তলিয়ে গিয়েছেন কয়েক জন। সেই আবহে জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিল হলেও, কলকাতায় পুজো কার্নিভাল হল আজ। তা নিয়েই রাজ্য সরকারকে নিশানা করেছেন বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা।
সরকারি অর্থ ব্যয়ে কার্নিভালের আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য় রবীন দেব বলেন, "এত মৃত্যু হচ্ছে, এখানে এত জন, ওখানে এতজন, সেখানে কার্নিভাল করছেন, এগুলোর কোনও মানে নেই।"
শুধু বিরোধীরাই নন, একদা মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত, প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমনও কার্নিভাল বাতিলের আবেদন জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি লেখেন, "মাননীয়া, আমি তোমার বিরোধী নই। মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজ্যে যে জনহিতকর কাজগুলি তুমি করেছ, করে চলেছ, সেগুলির তুলনা নেই। আজ আমার একটি অনুরোধ, মালবাজারে প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের সহ নাগরিকদের যে আকস্মিক প্রাণহানি ঘটল, তা মনে রেখে তুমি অনুগ্রহ করে আজকের কার্নিভাল বাতিল করে দাও। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার কোনটা করণীয়, কোনটা করণীয় নয়, তা বলে দেওয়ার আমি কে? তিয়াত্তরে চলতে থাকা তোমার এক সহ নাগরিক হিসেবে আমি তোমায় অনুরোধ করতে পারি মাত্র।"
কবীর সুমনও কার্নিভাল বাতিলের আবেদন জানান
কবীর সুমন আরও লেখেন, "সনির্বন্ধ অনুরোধ: মাননীয়া, মালবাজারের অকালমৃত ও তাঁদের শোকবিহ্বল পরিবারবর্গের কথা ভেবে তুমি আজকের কার্নিভাল বন্ধ রাখো। মাননীয়া, আমি সেই লোকটা যে - তোমার আজকের ভক্ত, স্তাবকরা যখন তোমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছিল - নিজের টিভি অনুষ্ঠান - সঞ্চালকের চাকরির তোয়াক্কা না করে তোমার অনশন মঞ্চে ছুটে গিয়েছিল, তোমার পক্ষ নিয়েছিল, এক পাও নড়েনি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা, আজ মহাশ্বেতা দেবী থাকলে আমার ধারণা একই অনুরোধ জানাতেন। অনুগ্রহ করে কলকাতার কার্নিভাল এ বছরের মতো বন্ধ করে দাও। সামনের বছর না হয় আবার হবে।" তবে নির্দিষ্ট সূচি মেনেই এ দিন রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।