Kalyani AIIMS: 'চাকরি দেওয়ার নাম করে টাকা-পয়সা তুলেছেন শুনতে পাচ্ছি', দলীয় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির অপর বিধায়কের
BJP News: পাল্টা অসীম সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

কল্যাণী : কল্য়াণী এইমসে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অম্বিকা রায়। এই ইস্যুকে কেন্দ্র করে বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে বিজেপি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
অসীম সরকার বলেন, "এখানে মূলত যারা হাউসকিপিংয়ের চাকরি পান, এদের তো কোনও পরীক্ষা থাকে না। চুক্তিভিত্তিক লেবার এরা। এখানকার একমাত্র MLA অম্বিকা রায়, সে বলছে, সে নাকি ৩০ জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে দু'মাস। আমরা জানতে এসেছি অম্বিকা রায়কে এই আই কার্ডটা কে দেওয়াল ? এখান থেকে আই কার্ড ইস্যু হয়েছিল ? আমরা বারবার এখানে তদন্ত করতে আসি, কীভাবে কী হচ্ছে। অম্বিকা রায় এসে বলছেন, এই ৩০ জনকে নিতে হবে আগে, তারপরে ওদের জয়েন হবে। সে এখানকার কোন হনু ? ৩০ জনের আই কার্ড সে পেল কোথায় ? এটা আমরা জানতে এসেছি। আই কার্ডে নাকি আবার ভুবনেশ্বর লেখা। এইগুলো যে ফ্রড হয়েছে এখানে, তিনিও সেসব বাধা দিচ্ছেন এবং এদের সবাইকে এখন ক্যানসেল করে নতুন লিস্ট করার চেষ্টা হচ্ছে। শুনতে পাচ্ছি, অম্বিকা রায় যাদের দিয়ে টাকা-পয়সা তুলেছে.. শুনতে পাচ্ছি। আমার কাছে কোনও প্রমাণ নেই, তারা নাকি এখন বাড়িছাড়া...টাকা দিতে পারছে না বলে। চাকরি দেওয়ার নাম করে এরকম টাকা-পয়সা তুলেছে শুনতে পাচ্ছি।"
পাল্টা অসীম সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি বলেন, "আমি জানি না কাকে কী কোটা দিয়েছে, না দিয়েছে এবং কারা ঢুকিয়েছে না ঢুকিয়েছে। যে অভিযোগ অসীম সরকার করছেন, একদম সর্বত্র মিথ্যা এবং আমি বলব, প্রমাণ করে দেখাক। আমি অবশ্যই পার্টির যারা নেতৃস্থানীয় রয়েছে, রাজ্যের যারা রয়েছে, তারা দেখবে। তাদের কাছে যা বলার আমি বলব। যে অভিযোগটা দিচ্ছে, সেটা একদম ভিত্তিহীন।"
এনিয়ে রাণাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "অসীমবাবু, হরিণঘাটার বিজেপি বিধায়ক । স্লগ ওভারে এসে কখনো ক্রস ব্যাটে, কখনো সোজা ব্যাটে বেশ ভালই ঝোড়ো ইনিংস খেলছেন। ভাল। এই কিছুদিন আগে, এসআইআর নিয়ে উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। আজ আবার বিজেপিরই বিধায়কের বিরুদ্ধে সদলবলে একেবারে স্টেপ আউট করে বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন। ভাল। চালিয়ে যান। তবে, শুধু বিবৃতি নয়। উনি একটু গান বানিয়ে বললে আরও ভাল লাগবে। ওঁর থেকে এটাই প্রত্যাশা করছি।






















