Kolkata News: ফের রাতের শহরে দুর্ঘটনা। বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী মহিলার
ABP Ananda Live: ফের রাতের শহরে দুর্ঘটনা। বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী মহিলার। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মহিলার স্বামীও গুরুতর জখম হন। তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, রায় নিয়ে কী বলছেন বাদশা মৈত্র এবং দেবলীনা দত্ত?
আর জি কর মামলায় দোষী সাবস্ত্য সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি তিনি এও বলেছেন, আর জি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই রায় এবং বিচারকের মন্তব্য প্রসঙ্গে কী বলছেন অভিনেতা বাদশা মৈত্র এবং অভিনেত্রী দেবলীন দত্ত...
আর জি কর মামলায় রায় প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেছেন, 'নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনও মানুষই খুশি নন। তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে, তদন্তে কী কী ঘটনা তুলে এনেছে, কীভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে একজন বিচারক সিদ্ধান্ত নেন। আমার প্রশ্ন সিবিআই- এর কাছে তারা তাদের তদন্তে কী করেছে? তাদের তদন্তে যে এতগুলো কেন, নির্যাতিতার মা-বাবা যে এতগুলো প্রশ্ন করেছেন, তার উত্তর সিবিআই দিতে পারেনি। সিবিআই কী তদন্ত করল যে বিচারক এরকম নৃশংস ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না। আগামী দিনে সিবিআইকেই উত্তর দিতে হবে। আর উত্তর দিতে না পারলে তাদের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।'




















