Saumitra Khan: মাতৃবিয়োগের পরও দেশসেবায় ব্রতী, মোদিরূপে ধরাধামে ফিরেছেন বিবেকানন্দ, সৌমিত্রের মন্তব্যে বিতর্ক
Swami Vivekananda: বিষ্ণুপুর শহরের মাড়ুইবাজার এলাকায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সৌমিত্র। সেখানেই সরাসরি মোদিকে বিবেকানন্দের নবরূপ বলে মন্তব্য করেন সৌমিত্র।
![Saumitra Khan: মাতৃবিয়োগের পরও দেশসেবায় ব্রতী, মোদিরূপে ধরাধামে ফিরেছেন বিবেকানন্দ, সৌমিত্রের মন্তব্যে বিতর্ক BJP MP Saumitra Khan says Swami Vivekananda has come back as Narendra Modi Saumitra Khan: মাতৃবিয়োগের পরও দেশসেবায় ব্রতী, মোদিরূপে ধরাধামে ফিরেছেন বিবেকানন্দ, সৌমিত্রের মন্তব্যে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/07489382cbe3781fc89d849f49d456ff1673518491494338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তুহিন অধিকারী, বাঁকুড়া: নামের মিস থাকায় আগেও স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) সঙ্গে তাঁর তুলনা করেছেন গেরুয়া শিবিরের নেতারা। বাংলার বিজেপি (BJP) নেতা, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-ও (Saumitra Khan) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে তুলনা টানলেন বিবেকানন্দের। শুধু তুলনা টেনেই ক্ষান্ত হননি তিনি, আধুনিক ভারতে মোদিরূপেই বিবেকানন্দ ফের ধরাধামে অবতীর্ণ হয়েছে বলে দাবি করলেন সৌমিত্র।
বৃহস্পতিবার বিবেকানন্দের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে এ দিন বিষ্ণুপুর শহরের মাড়ুইবাজার এলাকায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সৌমিত্র। সেখানেই সরাসরি মোদিকে বিবেকানন্দের নবরূপ বলে মন্তব্য করেন সৌমিত্র। তিনি বলেন, "স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্মগ্রহণ করেছেন বলে আমার মনে হয়। স্বামীজি আমাদের কাছে ভগবানতুল্য, ভগবান। কিন্তু নরেন্দ্র মোদিও মাতৃবিয়োগের পর যে ভাবে দেশের সেবা করছেন, দেশের সেবায় জীবন দিচ্ছেন, তাতে আমার মনে হয়, আধুনিক ভারতে নববরূপে এসেছেন স্বামীজি।"
বলা বাহুল্য, সৌমিত্রর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "সৌমিত্রর ব্যাপারে এ বার আমি বলতে বাধ্য হচ্ছি যে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। স্বামীজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি জীবনের সবকিছু ত্যাগ করে ধর্মের, দেশের সেবা করেছেন। কেউ ত্যাগ করে সেবা করেন, কেউ দেশ সেবা করেন ভোগ করে। স্বামীজিকে এ ভাবে তাচ্ছিল্য করে ওঁর অপমান করা হচ্ছে। বাংলার মানুষ এটা মেনে নেবেন না।"
সিপিএম নেতা শমীক লাহিড়িও সমালোচনায় সরব হয়েছেন। তাঁর কথায়, "বিজেপি-র অবস্থা তো একটু খারাপ হচ্ছে! তাই নিজের পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছেন। সে বাড়ান। কিন্তু বিবেকানন্দকে অপমান করার অধিকার ওঁকে কে দিল? আসলে বিবেকানন্দ হোন বা রবীন্দ্রনাথ, বা যে কোনও মনীষী নিজেদের রাজনৈতিক স্বার্থে এঁরা ওঁদের ব্যবহার করেন। মনীষীদের জীবনী এঁরা পড়েননি, কিছু জানেন না মনীষীদের সম্পর্কে, জানার আগ্রহও নেই। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করেন। বিজেপি-র অন্দরে পয়েন্ট বাড়ানোর জন্য বোকার মতো কথা বলছেন। কিন্তু স্বামীজিকে অপমান করার অধিকার বিজেপি-কে কেউ দেয়নি।"
যদিও এই প্রথম নয়, এর আগেও বিবেকানন্দের সঙ্গে মোদির তুলনা টেনেছেন বিজেপি নেতৃত্ব। এর আগে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, হাজারিবাগের সাংসদ জয়ন্ত সিনহাও বিবেকানন্দের সঙ্গে মোদির তুলনা টানেন। এমনকি মোদিরূপে আবির্ভূত হয়ে বিবেকানন্দ রাষ্ট্র নেতা হয়েছেন বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)