(Source: Poll of Polls)
Rahul Sinha : স্বামী বিবেকানন্দর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা রাহুল সিনহার, শুরু বিতর্ক
BJP : অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী শ্রী মা সারদার প্রসঙ্গ টেনে বিতর্ক খাড়া করেছিলেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজি।
শিবাশিস মৌলিক, সত্যজিত্ বৈদ্য ও ভাস্কর ঘোষ, কলকাতা : স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) তুলনা করলেন বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। তাঁর দাবি, বিবেকানন্দের দেখানো পথেই চলছেন প্রধানমন্ত্রী। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ! উনি বেঁচে থাকলে মুখ লুকনোর জায়গা পেতেন না, কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ও (Prasun Banerjee)।
মণীষীদের সঙ্গে রাজনীতিকদের তুলনা !
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের ফিরল পুরনো বিতর্ক ! এবার স্বামী বিবেকানন্দের সঙ্গে মোদির তুলনা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। রবিবার ICCR-এ বিজেপির SC মোর্চার আয়োজনে সংবিধান দিবসের একটি অনুষ্ঠান ছিল। সেখানেই স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অনুষ্ঠানের পরেও নিজের বক্তব্যে অনড় তিনি। রাহুল সিনহা বলেছেন, 'কলকাতার নরেন গুজরাতে নরেন্দ্র মোদি রূপে জন্মলাভ করেছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, নরেন্দ্র মোদি নরেনের অবতার। স্বামী বিবেকানন্দের দেখানো পথেই মোদি চলছেন। যে যে কাজ উনি করতে বলেছিলেন, সেগুলোই নরেন্দ্র মোদি করছেন।'
রাহুল সিনহার যে মন্তব্যের পর তাঁর তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, 'বিবেকানন্দ বেঁচে থাকলে মুখ লুকনোর জায়গা পেতেন না'। তবে শুধু গেরুয়া শিবিরই নয়। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী শ্রী মা সারদার প্রসঙ্গ টেনে বিতর্ক খাড়া করেছিলেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজি।
রবিবার কোনও মণীষীদের সঙ্গে তুলনা না করলেও, তৃণমূলনেত্রীকে মহাপুরুষ বলে আখ্যা দেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়ার তৃণমূল সাংসদ বলেছেন, 'আমরা সৌভাগ্যবান মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি। ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় মহাপুরুষ। আজ না, ৩০ বছর পর না, আরও ২৫ বছর পর, বাড়িতে দেখবে সবাই যেমন বিদ্যাসাগর, সিআর দাস সবার ছবি রাখি, মমতাদির ছবিও বাচ্চারা রাখবে। সেদিনটা কিন্তু সবচেয়ে গর্বের হবে।' যার পাল্টা সমালোচনা করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'এটা বাংলার লোক দেখুন, স্তাবকতা এবং চটি চাটতে চাটতে এরা কোথায় গেছে। কখনও নেতাজির সঙ্গে, কখনও সারদা মায়ের সঙ্গে, কখনও রানি রাসমনির সঙ্গে তুলনা করে। প্রসুনবাবুর কাছে খবর আছে সামনে হাওড়া কর্পোরেশনের ভোট। দু'চারটে যাতে টিকিট মেলে সেই জন্য তইলমর্দন ছাড়া এটা অন্য কিছু নয়।'
আরও পড়ুন- 'কান খুলে শুনে নিন মমতা, বাংলায় CAA চালু হবেই', সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু