West Bengal News Live: এসআইআর-এর চাপে BLO-র মৃত্যুর অভিযোগ মেমারিতে, বিডিও চাপ দেওয়াতেই ব্রেন স্ট্রোক অঙ্গনওয়াড়ি কর্মীর!
West Bengal Live Blog: এসআইআর-এর চাপে BLO-র মৃত্যুর অভিযোগ। এসআইআর-এর চাপে ব্রেন স্ট্রোকে বিএলও-র মৃত্যুর অভিযোগ পরিবারের।
LIVE

Background
কলকাতা: ফের তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দু অধিকার। বর্ধমানের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক। 'পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে টাটাকে ফেরাব। বর্ধমানে অবাধে বালি চুরি, কোনও নদীর অস্তিত্ব নেই', বালি চুরি নিয়ে পুলিশকে আক্রমণ বিরোধী দলনেতার। 'একজন ভারতীয়ের নামও ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে'।
এবার এসআইআর-এর চাপে BLO-র মৃত্যুর অভিযোগ। এসআইআর-এর চাপে ব্রেন স্ট্রোকে বিএলও-র মৃত্যুর অভিযোগ পরিবারের। কালনা হাসপাতালে মৃত্যু BLO-র দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদা-র। মেমারি ২ নম্বর ব্লকের চক বলরামপুর গ্রামের ২৭৮ নম্বর বুথের BLO ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদা। বুথে ফর্ম বিলির সময় অসুস্থ হয়ে পড়েন নমিতা, দাবি পরিবারের। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু, অভিযোগ পরিবারের। SIR-র ফর্ম বিলি নিয়ে চাপে ছিলেন স্ত্রী, চাপ দেওয়া হচ্ছিল বিডিও অফিস থেকে, দাবি নমিতা হাঁসদার স্বামীর। ডিপ্রেশনে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু, অভিযোগ পরিবারের। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে, জানালেন জেলাশাসক।
SIR-এ এনুমারেশন ফর্ম বিলির সময়সীমা বাড়ানোর আর্জি । ফর্ম বিতরণের সময় বাড়াতে আবেদন BLO ঐক্যমঞ্চের। ১৫ নভেম্বর পর্যন্ত ফর্ম বিলির সময় বাড়ানোর আর্জি। মুখ্য নির্বাচনী আধিকারিকে চিঠি BLO ঐক্যমঞ্চের । ফর্ম বিলির সময়সীমা ছিল ১১ নভেম্বর পর্যন্ত। '৪ নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হলেও পর্যাপ্ত ফর্ম ছিল না'। 'ফর্ম না থাকায় দেরিতে কাজ শুরু করতে হয়েছে অনেক BLO-কে'। 'কিছু ERO অফিস প্রথম ২ দিন ফর্ম সরবরাহ করতে পারেনি'। '১১ নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণ শেষ করা কঠিন, দাবি BLO ঐক্যমঞ্চের।
ফের SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ, এবার হুগলির ধনেখালি। মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর, দাবি পরিবারের। ভোটার লিস্ট থেকে নাম বাদের আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা, দাবি পরিবারের । '৬ বছর আগে হরিপাল থেকে ধনেখালিতে চলে আসেন তরুণী'। হরিপালে শ্বশুরবাড়িতে রয়ে গেছে সব নথিপত্র, দাবি পরিবারের। SSKM-এ ভর্তি তরুণী ও তাঁর মেয়ে।
SIR-আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ, আসরে তৃণমূল। ভাঙড়ে মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। সফিকুল গাজির বাড়িতে সওকত মোল্লা, অরূপ চক্রবর্তী । SIR আতঙ্কে আত্মঘাতী সফিকুল গাজি, দাবি পরিবারের। ৫ নভেম্বর: গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ভাঙড়ের সফিকুল গাজি।
Sand Mafia: বীরভূম থেকে পূর্ব বর্ধমানের কাটোয়া, জেলায় জেলায় বালি মাফিয়ার দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে
বীরভূম থেকে পূর্ব বর্ধমানের কাটোয়া। জেলায় জেলায় বালি মাফিয়ার দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। বারবার সতর্কবার্তা সত্ত্বেও ছবিটা বদলায়নি। প্রশ্ন উঠছে, কেন রাশ টানা যাচ্ছে না অবৈধ কারবারে?
District Update: রাজস্ব ফাঁকি দিতে ভুয়ো ই-চালান তৈরি করে অবৈধভাবে বালি বিক্রি
রাজস্ব ফাঁকি দিতে ভুয়ো ই-চালান তৈরি করে অবৈধভাবে বালি বিক্রি। এভাবেই কোটি কোটি টাকার মুনাফা করেছিল GD মাইনিং। ED সূত্রে দাবি করা হয়েছে, প্রায় ৭৮ কোটি টাকার বালি বেআইনিভাবে বিক্রি করা হয়েছে।





















