Dengue Death: শহরে ফের ডেঙ্গি আতঙ্ক, কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু বালকের
Dengue Fear: এই ঘটনায় কী বলছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর? ‘জল জমিয়ে রাখছেন অনেকে, সচেতনতার অভাব আছে’, বালকের মৃত্যু নিয়ে এমনই দাবি তৃণমূল কাউন্সিলরের।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ফের ছড়াচ্ছে ডেঙ্গি (Dengue) আতঙ্ক। খাস কলকাতায় মৃত্যু হল এক বালকের (boy death)। কালীঘাটের (Kalighat) ডেঙ্গিতে মৃত বালকের নাম বিশাখ মুখোপাধ্যায়।
ডেঙ্গিতে মৃত বালক
ডেঙ্গি আক্রান্ত হয়ে কালীঘাটে এক বালকের মৃত্যু হল। জ্বর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় বিশাখ মুখোপাধ্যায়ের। পরিবারে শোকের ছায়া।
এই ঘটনায় কী বলছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)? ‘জল জমিয়ে রাখছেন অনেকে, সচেতনতার অভাব আছে’, বালকের মৃত্যু নিয়ে এমনই দাবি তৃণমূল কাউন্সিলরের।
একে কোভিড, তার ওপর বাড়ছে ডেঙ্গি-আতঙ্ক
এখনও কোভিড পরিস্থিতি থেকে সম্পূর্ণভাবে সেরে ওঠেনি রাজ্যবাসী। মাঝেমধ্যেই চিন্তা বাড়াচ্ছে করোনা (Corona)। তার ওপর ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে।
১২ বছরের বালক বিশাখ মুখোপাধ্যায়। মহিম হালদার স্ট্রিটে বিশাখের নিথর দেহ এসে পৌঁছতেই গোটা পাড়া ভেঙে পড়ে কান্নায়। জানা যাচ্ছে, গত সোমবার স্কুল থেকে ফেরার পরই শরীর খারাপ লাগে বিশাখের। তার মা এক বেসরকারি হাসপাতালে কর্মরতা। সেখানেই ছেলেকে ভর্তি করেন তিনি। এদিন বিশাখের ডেথ সার্টিফিকেটে তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়, 'ডেঙ্গি হ্যামারেজিক ফিভার উইথ শক' অর্থাৎ ডেঙ্গিতেই মৃত্যু তা নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: Kolkata: ফের পথে চাকরিপ্রার্থীরা, মিছিলের আগেই ধরপাকড় পুলিশের
এলাকাবাসীদের অভিযোগ, ওই অঞ্চলে একাধিক বাড়ি পড়ে রয়েছে যেখানে কোনও বাসিন্দা নেই। ওইসব বাড়িতে জঞ্জাল পড়ে থাকে ও সেখান থেকে মশার উপদ্রব বাড়ছে।
কাউন্সিলর কী বলছেন? 'অনেক বাড়ি রয়েছে। শরিকি বাড়ি, আইনি লড়াই চলছে। সেখানে গাছ কাটা হচ্ছে না। সেখানে ময়লা ফেলা হচ্ছে। জল জমছে। সেই বাড়িগুলিতে ঢুকতে পারছি না আমরা। নোটিস দিলেও অ্যাক্সেস মিলছে না।' তাঁর কথায় এর থেকে বাড়ছে মশার উপদ্রব।