Sealdah News: বজবজ শিয়ালদা শাখায় রেল লাইনে ফাটল,অল্পের জন্য বাঁচল যাত্রীবাহী ট্রেন
Budge Budge to Sealdah train service stop: রেলওয়ে ট্র্যাকে ফাটল দেখা দেওয়ায় বজবজ-শিয়ালদা লাইনে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।
জয়ন্ত রায়, বজবজ: বজবজ শিয়ালদহ শাখার আকড়া ও সন্তোষপুরের মাঝে নিউ আয়নাল পাড়ার কাছে শিয়ালদহ থেকে একটি মাল ট্রেন বজবজ যাবার পথে স্থানীয়রা একটি বিকট শব্দ শুনতে পায়। শব্দের সূত্র খুঁজতে গিয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখে রেল লাইনে ফাটল রযেছে।
আরও পড়ুন: Guskara News: বাড়ির মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত প্রৌঢ় দম্পতি
ঠিক সেই সময় দেখা যায় শিয়ালদহ থেকে যাত্রীবোঝাই ট্রেন সন্তোষপুর স্টেশন ছেড়ে বজবজের দিকে আসছিল। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে লাল কাপড় দেখিয়ে ট্রেনটি দাঁড় করান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকরা। বিকেলে ৫:৫৫ মিনিট থেকে সন্ধ্যা ৭:৪৩ মিনিট পর্যন্ত সম্পূর্ণরূপে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বজবজ শাখায়। প্রায় দু ঘণ্টা পর মেরামতির কাজ শুরু হলেও আটকে থাকা ট্রেনটিকে বজবজের দিকে পাঠানো হয়। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।