এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: ১৪ মামলায় CBI নির্দেশ, ফিরে দেখা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়গুলি

Abhijit Gangopadhyay Verdict: বিচারপতি হিসেবে একের পর এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেই পদ ছেড়ে রাজনীতিতে এসে, দুর্নীতির বিরুদ্ধে কীভাবে লড়াই চালাবেন তিনি?

কলকাতা: কখনও পার্থ চট্টোপাধ্য়ায়কে সিবিআইয়ের (Justice Abhijit Ganguly on CBI)  সামনে হাজির হতে বলা। কখনও মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরিয়ে দেওয়া। কখনও তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করে সেই চাকরি যোগ্য় প্রার্থীকে দেওয়া। বিচারপতি হিসেবে একের পর এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly)। এবার সেই পদ ছেড়ে রাজনীতিতে এসে, দুর্নীতির বিরুদ্ধে তিনি কীভাবে লড়াই চালান, সেটাই দেখার।

২০২৩ সালের ২৫ এপ্রিল, কলকাতা হাইকোর্টে এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay Verdict) মন্তব্য় করেছিলেন, 'কে রটাচ্ছে আমি পদত্যাগ করছি? আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে , সে লড়াই চলবে।' সেই বিচারপতিই এবার পদত্য়াগের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিলেন। শুধু তাই নয়, তাঁর ঘনিষ্ঠমহল সূত্রের খবর বড়সড় অঘটন না ঘটলে, বিজেপির হয়ে একেবারে ভোট-রাজনীতিতেও নামতে চলেছেন তিনি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মানে বরাবরই চেনা ছকের বাইরে। সবসময়েই চমকে দেওয়ার মতো কিছু। যাঁর নামে দুর্নীতিতে অভিযুক্তরা থরহরিকম্প হয়ে যান। তিনি কখনও রাজ্য়ের দাপুটে মন্ত্রীকে সিবিআইয়ের কাছে হাজির হওয়ার টাইমলাইন বেঁধে দিয়েছেন। কখনও রাজ্যের মন্ত্রীর মেয়ের চাকরি সটান বাতিল করে দিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই এখন জেলে রয়েছেন রাজ্য়ের একাধিক প্রাক্তন মন্ত্রী, বিধায়ক।

বহু গুরুত্বপূর্ণ রায়:
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হিসেবে প্রায় ১৪টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ২০২১-এর জুন থেকে ২০২৪-এর ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা নিয়োগ দুর্নীতির (Recruitment Case) মামলা শুনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আর তার মধ্য়েই একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছেন তিনি।

১৮ মে, ২০২২:
তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে CBI-এর নিজাম প্য়ালেসের অফিসে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেদিন সন্ধে ৬টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে বলে সময়ও বেঁধে দেন। সেই মতো CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে। 

তার পরেরদিনই নিয়োগ দুর্নীতির মামলা প্রসঙ্গে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, 'SSC-র উপদেষ্টা কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়ের OSD এবং PA ছিলেন। তাঁরা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে রিপোর্ট করতেন। তাই এই কমিটির বিষয়ে পার্থ বাবু কিছু জানতেন না, এটা আমি বিশ্বাস করি না। সব দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। এটাই আমি চাই।' সেদিনই SSC মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। 

২৩ জুলাই, ২০২২:
ইডি-র হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)।

তৃণমূলের আরও এক বিধায়ক মানিক ভট্টাচার্যর বিরুদ্ধেও প্রথম কঠোর পথে হাঁটেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ই। ২০২২-এর ২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেন তিনি। ২৭ সেপ্টেম্বর মানিক ভট্টাচার্যকে রাত ৮টার মধ্যে, CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন। সহযোগিতা না করলে, CBI তাঁকে হেফাজতে নিতে পারবে বলেও জানিয়ে দেন তিনি। অবশেষে ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য।

সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, 'আমার বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন চোরেরা জেলে আছেন। বিভিন্ন স্তরের চোরেরা আছেন, উপর থেকে নীচ অবধি। আরও কিছু লোক যাবেন।'

এর পাশাপাশি দফায় দফায় বহু অযোগ্য় প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তিনি। 

২০ মে, ২০২২:
তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত এবং বেতন ফেরতের নির্দেশ দেন তিনি। পরে তাঁর নির্দেশেই সেই চাকরি পান এক যোগ্য় প্রার্থী।

৩০ নভেম্বর, ২০২২:
ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিরত ১৮৩ জন শিক্ষকের নাম প্রকাশের জন্য SSC-কে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সেই মতো ২৪ ঘণ্টার মধ্য়ে তালিকা প্রকাশ করে কমিশন।

১০ ফেব্রুয়ারি, ২০২৩:
১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল

১০ মার্চ, ২০২৩:
৭৮৫ জনের গ্রুপ সি পদে  চাকরির সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেন।

১৬ মে, ২০২৩:
একসঙ্গে ৩০ হাজারের বেশি প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী CBI অফিসারদেরও রেয়াত করেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ২০২৩ সালের ২ ফেরুয়ারি তাঁদেরও সম্পত্তির হলফনামা জমা করার নির্দেশ দেন তিনি।

২০২৩-এর সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্টের একটি বার্ষিক রিপোর্ট বই আকারে প্রকাশ করা হয়েছিল। যেখানে হাইকোর্টের বিচারপতিদের দেওয়া সেরা রায়গুলি জায়গা করে নেয়। এই বইতে সেরার তকমা পেয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি রায়। স্কুলের নিয়োগে দুর্নীতির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তাকে এক বছরের মধ্যে কলকাতা হাইকোর্টের অন্যতম সেরা রায় হিসেবে অভিহিত করা হয়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন, 'আমার এখন মাঝে মাঝে মনে হয়, একদল চোর হয়ত কোনওদিন আদালতে বড় বড় উকিলদের দাঁড় করিয়ে একটা আবেদন করে বসবে। বলবে, আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি। আমাদের বিষয়-সম্পত্তি সব চুরি-চামারি করেই তৈরি করা। যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের জীবন-জীবিকার অসুবিধা হয়। সেটা সংবিধানের ২১ অনুচ্ছেদকে লঙ্ঘন করবে।'

এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় একসময়ে বলেছিলেন, টআমি তো চিরকাল এখানে থাকবো না, কিন্তু লড়াই চলবে।' এবার আদালত থেকে রাজনীতির পিচে গিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে কীভাবে লড়াই চালাবেন? সেটা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ।

আরও পড়ুন: দ্বিতীয় দফার প্রার্থী তালিকার আগে দিল্লিতে সুকান্ত? বিশেষ কাউকে নিয়ে আলোচনা?

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Team India Victory Parade Live: বিশ্বজয়ী ভারতীয় দলকে স্বাগত জানাতে বিরাট আয়োজন, রয়েছে অভিনব কেক থেকে বিশেষ প্রাতঃরাশ
বিশ্বজয়ী ভারতীয় দলকে স্বাগত জানাতে বিরাট আয়োজন, রয়েছে অভিনব কেক থেকে বিশেষ প্রাতঃরাশ
Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
Advertisement
ABP Premium

ভিডিও

Cholera in Kolkata: কলকাতায় ফিরল কলেরা, বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত বছর পঁয়ত্রিশের যুবকSubodh Singh: গ্যাংস্টার সুবোধের পর এবার বেউড় জেল থেকে নিয়ে আসা হল সুবোধের শাগরেদকেChopra Incident: চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ২, এই নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হলJayanta Singh: আড়িয়াদহকাণ্ডের চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিংহ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Team India Victory Parade Live: বিশ্বজয়ী ভারতীয় দলকে স্বাগত জানাতে বিরাট আয়োজন, রয়েছে অভিনব কেক থেকে বিশেষ প্রাতঃরাশ
বিশ্বজয়ী ভারতীয় দলকে স্বাগত জানাতে বিরাট আয়োজন, রয়েছে অভিনব কেক থেকে বিশেষ প্রাতঃরাশ
Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
Kolkata News: ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Rohit Sharma: 'ঘরে ফিরছি...আপনাদের চাই', বিশ্বজয় উদযাপনে সবাইকে ডাকলেন রোহিত, কবে? কোথায়? কখন?
'ঘরে ফিরছি...আপনাদের চাই', বিশ্বজয় উদযাপনে সবাইকে ডাকলেন রোহিত, কবে? কোথায়? কখন?
Anant Ambani-Radhika Merchant: বিয়েতে বাকি নেই আর এক সপ্তাহও, আজ অনন্ত এবং রাধিকার 'মামেরু', অ্যান্টিলিয়ায় বাড়ছে ভিড়
বিয়েতে বাকি নেই আর এক সপ্তাহও, আজ অনন্ত এবং রাধিকার 'মামেরু', অ্যান্টিলিয়ায় বাড়ছে ভিড়
Hardik Pandya: সমালোচনা অতীত, দুরন্ত বিশ্বকাপের পর ইতিহাস গড়লেন হার্দিক, হলেন এক নম্বর অলরাউন্ডার
সমালোচনা অতীত, দুরন্ত বিশ্বকাপের পর ইতিহাস গড়লেন হার্দিক, হলেন এক নম্বর অলরাউন্ডার
Embed widget