HC On Kunal Ghosh: জমা পড়েনি হলফনামা, কুণাল ঘোষ-সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট
Calcutta High Court On Kunal: হাইকোর্টে কী আর্জি জানালেন কুণাল ঘোষ ?

কলকাতা: বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায়, এবার কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট। কুণাল ঘোষ-সহ ৮জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে এবার রুল জারি করল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন, '৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%', নির্দেশ সুপ্রিম কোর্টের
নির্ধারিত সময়ে হলফনামা জমা না দেওয়ায় বিরক্ত আদালত। হলফনামা দেওয়ার জন্য বাড়তি সময় চাইলেন কুণালের আইনজীবী। 'ঘটনাস্থলে ছিলেন না কুণাল, রাজারহাটে একটি অনুষ্ঠানে ছিলেন', এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নন কুণাল ঘোষ, সওয়াল আইনজীবীর।'পুলিশি রিপোর্ট হতাশাজনক, আমরা ৭ জনের নামে অভিযোগ করেছিলাম। পুলিশ আরও ১৬ জনের নাম বলেছে, কি ভূমিকা সেটা জানায়নি। রুল জারি না করলে সবাই দেরি করবে', পাল্টা আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত। বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননার অভিযোগে আদালত অবমাননার রুল জারি। বিকাশ ভট্টাচার্য-সহ আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভের ঘটনাতেও রুল জারি।
'আমি কি কিছু বলতে পারি?' হাইকোর্টে আর্জি কুণাল ঘোষের। 'আপনার আইনজীবী আছেন', জানান বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এরপর ফের সওয়াল কুণালের, 'আমি দু মিনিট সময় পেতে পারি? ' এরপরেই বিচারপতি জানান, 'আজকের জন্য এই পর্যন্তই থাক।' এরপরেই এজলাস ছাড়লেন বিচারপতিরা, ১৬ জুন পরবর্তী শুনানি।
বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের উপর বিক্ষোভের ঘটনায় এবার কুণাল ঘোষ সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের হেনস্থার অভিযোগে। কুণাল ঘোষ সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। ৮ জনকে ১৯ মে-র মধ্য়ে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জমার নির্দেশ দেয় হাইকোর্ট।কিন্তু আদালতের নির্দেশের পরেও হলফনামা জমা না দেওয়ায় কুণাল ঘোষ সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট।
অভিযোগকারীদের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত বলেন, 'আমরা বলেছিলাম নোটিস ইস্য়ু করলে আসবে না। যদি বা আসে বাড়তি সময় চাইবে। ফলে দেরি হয়ে যাবে। এটা আল্টিমেট নোটিস'তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,এটা একটা পদ্ধতি। আমার এফিডেভিট আগেই জমা হয়ে যেত। পুলিশের রিপোর্টটা কাল একটু দেরিতে হাতে পাওয়া গেছে। ফলে এফিডেভিটে তার কিছু উল্লেখ রাখা প্রয়োজন। সেই কারণেই এফিডেভিড দেওয়া হয়নি। সেই কারণেই মহামান্য আদালত, বিচারপতিরা তাঁরা রুল ইস্য়ু করেছেন। রুল একটা আইনের পদ্ধতি। রুল সেটা মানব। '
হাইকোর্টে সওয়াল জবাব পর্বে, কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ঘটনাস্থলে ছিলেন না কুণাল ঘোষ। তিনি রাজারহাটে একটি অনুষ্ঠানে ছিলেন। এরপরই অভিযোগকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, রুল জারি করুন। নইলে সবাই দেরি করবে। পুলিশের রিপোর্ট নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।





















