High Court on Rally : মুখ্যমন্ত্রীর পাড়ায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলে 'না' হাইকোর্টের, রাস্তা বদলের নির্দেশ
Mamata Banerjee : হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বেলা ১২ থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে মিছিল করতে হবে। যাতে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখতে হবে আন্দোলনকারীদের।
সৌভিক মজুমদার, কলকাতা : খারিজ হয়ে গেল সিঙ্গল বেঞ্চের রায়। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বুধবারের হ্যারিকেন-মিছিলের রুট বদলে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেওয়া হল, মুখ্যমন্ত্রীর পাড়া হরিশ মুখার্জি রোড নয়, মিছিল করা যাবে আশুতোষ মুখার্জি রোডে। বিকেল সাড়ে চারটের মধ্যে শেষ করতে হবে মিছিল।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) পাড়া এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে, হরিশ মুখার্জি রোডে মহামিছিল করেছিলেন ডিএ-আন্দোলনকারীরা। কিন্তু গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীরা সেই পথে হাঁটার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বুধবার তাঁরা মিছিল করতে পারবেন না হরিশ মুখার্জি রোডে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। মিছিল করা যাবে আশুতোষ মুখার্জি রোডে (Asutosh Mukherjee Road)।
ডিএ আন্দোলনকারীদের পথে হেঁটে, গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীরাও বুধবার হ্যারিকেন হাতে মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিলের কর্মসূচি নিয়েছিলেন। হরিশ মুখার্জি রোডে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টেও দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই আর্জিতে সাড়া দিয়ে, সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) নির্দেশ দিয়েছিলেন, বুধবার সন্ধে ৬টায়, হ্যারিকেন নিয়ে ৬০০ জন চাকরিপ্রার্থী মিছিল করতে পারবেন। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে হবে। দুটো লাইনে মিছিল যাবে।
সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার (West Bengal Government)। মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চে, রাজ্য সরকারের তরফে বলা হয়, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল হলে কোনও আপত্তি নেই। কিন্তু, অফিস টাইমে হরিশ মুখার্জি রোডে মিছিল হলে, অসুবিধা হবে। তাছাড়া, কালীঘাট মন্দিরের সামনে ফুটব্রিজের কাজ চলছে। ফলে সেখানে ৪০০ জনের সমাবেশ হলে অসুবিধা হবে।
পাল্টা আন্দোলনকারীদের পক্ষে আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, হ্যারিকেন মিছিল হবে। আমরা এক্সাইড মোড় থেকে হাজরা ও দমকল কেন্দ্র হয়ে কালীঘাটে শেষ করতে চাই। আন্দোলনকারীরা একটি লাইনেই মিছিল করবেন। বিকল্প প্রস্তাব দিয়ে এও বলা হয় যে, যদি অফিস টাইমে মিছিল করলে সমস্যা হয়, তাহলে শনিবারও তা করা যেতে পারে। এরা চাকরিপ্রার্থী, কোনও রাজনৈতিক দলের সদস্য নন।
আরও পড়ুন- ছিঁড়ে দেওয়া হল উর্দি, লাঠি হাতে পুলিশকে তাড়া গ্রামবাসীদের ! তপ্ত এগরায় মৃত বেড়ে অন্তত ৭
সব পক্ষের বক্তব্য শোনার পর, ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাজরা ও হরিশ মুখার্জি রোড বাদ দিয়ে, আশুতোষ মুখার্জি রোড দিয়ে মিছিল করতে হবে। কালীঘাট থানার আগে ব্যারিকেড পর্যন্ত মিছিল করা যাবে। দু'লাইনে নয়, এক লাইনে আন্দোলনকারীদের হাঁটতে হবে। ডিভিশন বেঞ্চ এও নির্দেশ দিয়েছে যে, বেলা ১২ থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে মিছিল করতে হবে। যাতে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখতে হবে আন্দোলনকারীদের।
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?