Nisith Pramanick : কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ হাইকোর্টের
Arrest Warrant : কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করেন অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তাঁর জামিন মঞ্জুরও হয়।
কলকাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ। আলিপুরদুয়ার আদালতের পরোয়ানায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০০৯-এ সোনার দোকানে চুরির মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় হাইকোর্টের স্থগিতাদেশ। যে ঘটনা সামনে আসার পরই মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ইতিমধ্যে যে ইস্যুতে সুর চড়িয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বিরোধীদের চোর ধরো, জেল ভরো স্লোগানকে হাতিয়ার করে কোচবিহারে পথে নামে তৃণমূল (TMC)।
জামিন নেন জন বার্লা : কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারির পর আদালতে আত্মসমর্পণ করেন অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তুফানগঞ্জ (Tufangunj) আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John Barla)। ২০১৯-এ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। যদিও ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান জন বার্লা।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তুফানগঞ্জ মহকুমা আদালত। এরপর চার দিনের মাথায়, শনিবার আদালতে এসে আত্মসমর্পণ করলেন স্মৃতি ইরানির ডেপুটি।
কোচবিহারের তুফানগঞ্জে পথে তৃণমূল : একদিকে গ্রেফতারির দাবিতে স্লোগান আর একদিকে ফ্লেক্সে নিশীথ প্রামাণিককে ‘লজ্জা’ বলে উল্লেখ। অমিত শাহর ডেপুটির গ্রেফতারির দাবিতে এভাবেই কোচবিহারের তুফানগঞ্জে পথে নামল তৃণমূল। সম্প্রতি একটি সোনার দোকানে চুরির মামলায় কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। এই প্রেক্ষাপটে, বিরোধীদের ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগানকে হাতিয়ার করেই তুফানগঞ্জে মিছিল করে তৃণমূল। কোচবিহারের বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবিতে তাঁর ছবি-সহ লাগানো হল ফ্লেক্স। বাদ গেল না কোচবিহারের রাসমেলা ময়দানও। সেখানেও লাগানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে ফ্লেক্স। কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কথায়, চুরির দায়ে সাংসদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি লজ্জার। উনি সারেন্ডার না করে পালিয়ে বেড়াচ্ছে। সাংসদ কেমন, চিনুক মানুষ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিশীথ প্রামাণিকের। জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, ব্লকে ব্লকে চলবে এই কর্মসূচি। যদিও বিজেপির দাবি, এতে কোনও লাভ হবে না। এদিকে, নিশীথের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার যে নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha), তা তিনি প্রত্যাহার করেছেন। আগে ভেটাগুড়ির সভা থেকে প্রত্যাহার করেন উদয়ন।