(Source: Matrize)
Calcutta High Court: বসিরহাট ও ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
আগামী সোমবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, “হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে করতে হবে মেডিক্যাল টিম।
সৌভিক মজুমদার, কলকাতা: বসিরহাট (Basirhat) ও ইংরেজবাজারে (Englishbazar) নাবালিকা ধর্ষণকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেস ডায়েরি ও নির্যাতিতার শারীরিক অবস্থা নিয়েও তথ্য পেশের নির্দেশ দিয়েছে আদালত। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, “হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে করতে হবে মেডিক্যাল টিম। প্রয়োজনে নিয়োগ করা যেতে পারে বিশেষজ্ঞ চিকিৎসক।‘’
হাইকোর্টের নির্দেশ: মাটিয়া এবং ইংরেজবাজারে ধর্ষণের যে অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই রিপোর্ট আগামী সোমবারের মধ্যে হলফনামা আকারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা দিতে হবে। পাসাপাশি এই মামলার যে কেস ডায়েরি আছে তাও সোমবারের মধ্য়ে প্রধান বিচারপতির কাছে পেশ করতে হবে। কেস ডায়েরি দেখলে বোঝা যাবে এই মামলার ক্ষেত্রে এখনও পর্যন্ত কী কী অগ্রগতি হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, যে দুই হাসপাতালে নির্যাতিতারা চিকিৎসাধীন, সেই দুই জায়গার চিকিৎসদের নিয়ে মেডিক্যাল বোর্ড (Medical Board) গঠন করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি মনে করে, বাইরে থেকে কোনও বিশিষ্ট চিকিৎসককে আনা প্রয়োজন, তাহলে তা করা যেতে পারে। শুধুমাত্র পরিবারের সদস্যরাই নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে পারবেন।
মাসতুতো দিদির প্রেমিকের কাছে উপহার আনতে গিয়ে ধর্ষণের (Rape) শিকার হয় নাবালিকা। গত সপ্তাহে এই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনর (North 24 Parganas) মাটিয়া থানা এলাকায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রেমিকের কাছ থেকে উপহার আনার জন্য নাবালিকা বোনকে পাঠায় তার মাসতুতো দিদি। বেশ কিছুক্ষণ পর ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি করা হয়। পরে রেফার করা হয় আর জি কর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই নাবালিকা অভিযোগ, একা পেয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে শহর আলি সরদার ওই যুবক। গত সপ্তাহেই গ্রেফতার করা হয় ওই যুবককে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে তরুণীকেও।