Calcutta High Court : ২০১৪-র টেটে ভুল প্রশ্ন, সব পরীক্ষার্থীরাই কি পাবেন বাড়তি নম্বর ? কী জানাল আদালত
High Court : ৬টি প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে, যার রায়দান স্থগিত রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যার পরই জল্পনা তৈরি হয়েছে, ২০১৪-র টেট-এ বসা সকল পরীক্ষার্থীই কি পাবেন বাড়তি নম্বর ?
সৌভিক মজুমদার, কলকাতা : ভুল প্রশ্নের জেরে বাড়তি নম্বর পাবেন কি সকল পরীক্ষার্থীই ? ২০১৪ সালের টেটের (TET ) প্রশ্ন ভুল মামলার শুনানি শেষ হয়েছে। যদিও রায়দান স্থগিত রেখেছে আদালত।
৬টি প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে, যার রায়দান স্থগিত রাখল হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। যার পরই জল্পনা তৈরি হয়েছে, ২০১৪-র টেট-এ বসা সকল পরীক্ষার্থীই কি পাবেন বাড়তি নম্বর ?
প্রথমে প্রশ্ন ভুলের অভিযোগে হাইকোর্টে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী। বিতর্কিত প্রশ্ন খতিয়ে দেখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠন হয় কমিটি। যার পর প্রশ্নে ভুল রয়েছে বলেই জানায় বিশ্বভারতীর কমিটি। ২০১৮ সালে মামলাকারীদের পক্ষে রায় দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। বাড়তি নম্বর দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি।
'এই নির্দেশ শুধুমাত্র মামলকারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। 'এই নির্দেশ সব পরীক্ষার্থীর জন্যই কার্যকর করতে হবে'
দাবি তুলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন একাধিক পরীক্ষার্থী। যে মামলার শুনানিই আজ শেষ হল। যার রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন- দীর্ঘ লড়াইয়ের শেষে সাফল্যের হাসি, সহযোদ্ধাদের জন্য চোখে জল, নিয়োগের সুপারিশপত্র ৬৫ জনকে
এদিকে, ৬৬৩ দিন আন্দোলনের পর অবশেষে এক চিলতে হাসি! অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। ৬৫ জনকে স্কুল বেছে নেওয়ার জন্য ডাকা হল কাউন্সেলিংয়ে। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী চাকরিপ্রার্থী। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এই কাউন্সেলিং। অপেক্ষমান তালিকা থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু, খবর এসএসসি সূত্রে।
হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া তথ্যই নির্দেশনামায় উল্লেখ করে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। গতকাল কেস ডায়েরিতে সিবিআই দাবি করে, ৬৬৭ জনের OMR শিটের নম্বর বদল হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশে। সিবিআইয়ের দেওয়া এই তথ্যই নির্দেশনামায় তুলে ধরেছেন সিবিআই আদালতের বিচারক শেখ কালামউদ্দিন। গতকাল শুনানির সময় তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। নির্দেশনামাতেও তার উল্লেখ রয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারক।