Home gaurd Arrest: যুববকে অপহরণের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড
পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরায় উঠে আসে হোমগার্ড শুভঙ্কর দাসের নাম। পুলিশ সূত্রে দাবি, ঘটনায় তাঁর জড়িত থাকার প্রমাণ মিলেছে।
![Home gaurd Arrest: যুববকে অপহরণের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড Calcutta police home guard arrested on charges of abducting youth Home gaurd Arrest: যুববকে অপহরণের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/1e8c18140acab0a25f5ff96f0d4642c71692789930689176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অপহরণের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের (Kolkata Police) হোমগার্ড। দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয় এক তরুণীর। সেই তরুণীর সঙ্গে দেখা করতে যান ওই যুবক। এর পরই যতকাণ্ড। অপহরণের অভিযোগে শুভঙ্কর দাসকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানায় পুলিশ। ২০ অগাস্ট হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন অরিত্র দাস।
কী দাবি যুবকের: তাঁর দাবি, সেখানে এসইউভি গাড়িতে করে এসে জোর করে তাঁকে তুলে নিয়ে যায় ৫ জন। ১ লক্ষ টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এটিএম থেকে তুলিয়ে ও ওয়ালেটের মাধ্যমে তাঁর কাছ থেকে ৪১ হাজার টাকা নিয়েও নেওয়া হয়। বাকি টাকা দেওয়ার জন্য চাপ দিলে, থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। সেই অভিযোগের ভিত্তিতে আগেই একজনকে গ্রেফতার করে পুলিশ। এবার, অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড।
এ যেন রক্ষকই ভক্ষক! অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল কলকাতা পুলিশের হোমগার্ডকে। অভিযুক্ত শুভঙ্কর দাস, রিজেন্ট পার্ক থানার হোমগার্ড। অভিযোগকারী যুবক অরিত্র দাসের দাবি, দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় তাঁর আলাপ হয় এক তরুণীর সঙ্গে। ২০ অগাস্ট রাত সাড়ে ৮টা নাগাদ জোড়াপুকুরে সেই তরুণীর সঙ্গে দেখা করতে যান ওই যুবক।
লক্ষাধিক টাকা চেয়ে হুমকি: অভিযোগ, সেখানে গাড়িতে করে এসে জোর করে তাঁকে তুলে নিয়ে যায় ৫ জন। ১ লক্ষ টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এটিএম থেকে তুলিয়ে ও ওয়ালেটের মাধ্যমে তাঁর কাছ থেকে ৪১ হাজার টাকা নিয়েও নেওয়া হয় বলে অভিযোগ। বাকি টাকা দেওয়ার জন্য চাপ দিলে, পরদিন থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। সেই অভিযোগের ভিত্তিতে, সোমবার রাতেই, একজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরায় উঠে আসে হোমগার্ড শুভঙ্কর দাসের নাম। পুলিশ সূত্রে দাবি, ঘটনায় তাঁর জড়িত থাকার প্রমাণ মিলেছে। এমনকি, টাকার ভাগও নিয়েছেন তিনি। থানায় ডেকে তলব করার পর, গ্রেফতার করা হয় রিজেন্ট পার্ক থানার হোমগার্ড শুভঙ্কর দাসকে। ধৃত হোমগার্ডের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ ও প্রতারণার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)