Caste Certificate : জাতিগত শংসাপত্র নেই ? কী কী নথি দিয়ে আবেদন করতে হবে ?
Duare Sarkar Camp: দুয়ারে সরকার ক্যাম্পে castecertificatewb.gov.in পোর্টালে আবেদন। নথি না থাকলেও স্থানীয় তদন্তের ভিত্তিতে মেলে শংসাপত্র।
কলকাতা : কাজের জায়গা থেকে একাধিক প্রয়োজন, জাতিগত শংসাপত্র (Caste Certificate) লাগে একাধিক কাজে। কেউ যদি তফশিলি জাতি (SC), উপজাতি (ST), আদিবাসী (Adibasi) ও ওবিসি (OBC) গোষ্ঠীর হয়েও যদি সংশাপত্র না থাকে, তাহলে অবশ্য বাড়তি ভাবনার কোনও কারণ নেই। কয়েকটা ধাপে এগোলেই মিলবে সেই শংসাপত্র।
রাজ্য সরকারে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর ও আদিবাসী উন্নয়ন দফতর যে সংশাপত্র দিয়ে থাকে। তফশিলি জাতি, উপজাতি, আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ভুক্ত রাজ্যের মানুষকে 1A ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ফর্মটি তুলতে হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। কারণ আবেদনের ফর্মের পিছনে ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যিক। জমা দিতে হবে কিছু নথি।
১) পশ্চিমবঙ্গে আদি বাসিন্দা বা ভূমিপত্র হিসেবে প্রমাণ দিতে ভোটার কার্ড বা আধার কার্ড বা খাদ্যসাথী কার্ড। ২) বাবার বংশের দিকের জাতিগত শংসাপত্র। উল্লেখ জাতি বা সম্প্রদায়ভুক্ত প্রমাণের অন্য কোনও শংসাপত্র বা পারিবারিক বিবরণ। ৩) ওবিসি আবেদনকারীদের জন্য, ক্রিমি লেয়ারের অন্তর্ভুক্ত নন তার প্রমাণপত্র। ৪) আবেদনকারীর পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক। যেমন ভোটার কার্ড বা আধার কার্ড। ৫) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ৬) মোবাইল নম্বর উল্লেখ করে জমা দিতে হবে আবেদনকারীকে।
দুয়ারে সরকার ক্যাম্পে castecertificatewb.gov.in পোর্টালে আবেদন। নথি না থাকলেও স্থানীয় তদন্তের ভিত্তিতে মেলে শংসাপত্র।
আরও পড়ুন- মিলবে বার্ষিক ১০ হাজার টাকা, কৃষকবন্ধু প্রকল্পে নাম লেখাতে করতে হবে কী কী ?
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial