Cow Smuggling Case: গরুপাচার মামলায় ফের সিবিআই তৎপরতা, বোলপুরের অস্থায়ী ক্যাম্পে হাজিরা তৃণমূলের ব্লক সভাপতির
Cow Smuggling Case Update: অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের নামে ক’টি রাইস মিল রয়েছে? রাইস মিলগুলি কত টাকায়, কবে, কার কাছ থেকে কেনা হয়েছিল?
মনোজ বন্দ্যোপাধ্যায়, বোলপুর: গরুপাচার মামলায় বীরভূমে ফের সিবিআই তৎপরতা। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বোলপুরের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জীব মজুমদার। সিবিআই সূত্রে খবর অনুব্রত মণ্ডলের রাইসমিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ৭ ঘণ্টা ধরে চলে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
বীরভূমে ফের সিবিআই তৎপরতা: অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের নামে ক’টি রাইস মিল রয়েছে? রাইস মিলগুলি কত টাকায়, কবে, কার কাছ থেকে কেনা হয়েছিল? সূত্রের খবর, এইসব প্রশ্নের উত্তরের খোঁজে, মঙ্গলবার অনুব্রত-ঘনিষ্ঠ আরও এক চালকল মালিক ও তৃণমূল নেতাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ভোলে ব্যোম থেকে শিবশম্ভু। গরু পাচার মামলার তদন্তে আগেই বোলপুরের একাধিক রাইস মিলে হানা দিয়েছে CBI। CBI আগেই দাবি করেছে, বোলপুর-সহ বীরভূমে অনুব্রত মণ্ডলের নামে ও বেনামে একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে। যার মধ্যে রয়েছে একাধিক রাইস মিল।
গরুপাচার মামলায় বীরভূমে ফের সিবিআই তত্পরতা। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা, বোলপুরের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জীব মজুমদার।যিনি, বীরভূম জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি। সূত্রের খবর, সঞ্জীব মজুমদারেরও চালকল রয়েছে। CBI সূত্রে খবর, রাইস মিল সংক্রান্ত বিষয়ে অনুব্রত ঘনিষ্ঠ সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জীব মজুমদারকে প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয় লেনদেনের বিষয়ে।
আগেই অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকেও জিজ্ঞাসাবাদ করেছে CBI। বোলপুরের আমোদপুরের বাসিন্দা রাজীব ভট্টাচার্য তৃণমূলের অঞ্চল সভাপতি। ২০১৮-১৯ অর্থবর্ষে আয়কর দফতরে জমা দেওয়া নথিতে দেখা গেছে, নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ৬৬ লক্ষ টাকা দিয়েছেন রাজীব ভট্টাচার্য। CBI সূত্রে দাবি, ঠিক যে সময় এই টাকা দেওয়া হয়েছিল। তখন ওই হাসপাতালেই ভর্তি ছিলেন অনুব্রত মণ্ডলের স্ত্রী। এবার লেনদেন সংক্রান্ত বিষয়ে আরও এক অনুব্রত-ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থার নামে এবার নোটিস জারি করল সিবিআই। এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার আধিকারিকদের নোটিস, খবর সূত্রের সোমবারের মধ্যে ডেকে আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ও অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুত্বরণ গায়েন।
আরও পড়ুন: BJP Nabanna Abhijan:নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া ৮ বিজেপি কর্মীর জামিন মঞ্জুর, জামিন খারিজ বাকিদের