Abhishek Banerjee: কুন্তলের চিঠি সামনে রেখে অভিষেককে CBI-এর জিজ্ঞাসাবাদ
কুন্তলের চিঠি সামনে ফেলে অভিষেককে প্রশ্ন সিবিআইয়ের: সূত্র।
কলকাতা: ৫ ঘণ্টা পার, সিবিআইয়ের 'দুয়ারে' অভিষেক। কুন্তলের চিঠি সামনে রেখে অভিষেককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।' কুন্তলের চিঠির বিষয়ে কিছু জানি না, সিবিআইকে জানালেন অভিষেক: সূত্র। অভিষেক বলার পরের দিনই কীভাবে একই কথা কুন্তলের মুখে?' কুন্তলের চিঠি সামনে ফেলে অভিষেককে প্রশ্ন সিবিআইয়ের: সূত্র। অভিষেককে জিজ্ঞাসাবাদ ৪ সিবিআই অফিসারের।
অভিষেককে জিজ্ঞাসাবাদ: হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় আজ অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকে বেরিয়ে সকাল ১১টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক। এদিন সিবিআই অফিসাররা একের পর এক প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় 'অভিষেক বলার পরের দিনই কীভাবে একই কথা কুন্তলের মুখে?' সিবিআই সূত্রে খবর, কুন্তলের চিঠি সামনে ফেলে অভিষেককে প্রশ্ন করা হয়। যদিও সিবিআই সূত্রে খবর, অভিষেক জানান কুন্তলের চিঠির বিষয়ে কিছু জানি না।
এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-তলবের মধ্যেই বিচারপতি অমৃতা সিন্হার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৮ মে, বিচারপতি অমৃতা সিন্হা অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সিবিআই-কে লেখা চিঠিতে অভিষেক জানিয়েছেন, তিনি বিচারপতি সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছেন। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়াকে কেন্দ্র করে নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিরাপত্তার কড়াকড়ি দেখা যায়। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। অভিষেক আসার আগে পুলিশ কুকুর নিয়ে চলে তল্লাশি। নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআই দফতরের বাইরেও তল্লাশি চালায় ডগ স্কোয়াড। CRPF-এর সঙ্গে কথা বলেন অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও। নিজাম প্যালেসে উপস্থিত ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ও ডিসি সাউথ টু বুদ্ধদেব মুখোপাধ্যায়।
আরও পড়ুন: Swimming: সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?