Firhad Hakim: 'তুমি যেতে পার... আমি সিবিআইয়ের ভয়ে বিজেপিতে যাব না', ফিরহাদের নিশানায় শুভেন্দু?
Recruitment Scam: তল্লাশি পরে সাংবাদিক বৈঠকে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন ফিরহাদ।
কলকাতা: বিভিন্ন দুর্নীতি মামলায় (Recruitment Scam) বারবার তৃণমূল নেতা-মন্ত্রীদের বাড়িতে বারবার তল্লাশি রয়েছে। নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বারবারই কেন্দ্রে থাকা বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। রবিবারও, সকাল থেকে একাধিক জায়গায় পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায় সিবিআই। প্রায় দশ ঘণ্টা ধরে তল্লাশি চলে পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে। তল্লাশি পরে সাংবাদিক বৈঠকে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন ফিরহাদ।
সাংবাদিক সম্মেলনে বসে ফিরহাদ হাকিম বলেন, 'তুমি সিবিআইয়ের (CBI) ভয়ে বিজেপিতে যেতে পার বিজেপিতে, আমি যাব না। আমি আমার আদর্শ ছেড়ে যাব না।' এর আগে বারবার তৃণমূলের তরফে বলা হয়েছিল নিজেকে বাঁচাতেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন ফিরহাদ হাকিমের মুখে উঠে আসে নারদা প্রসঙ্গও। তাঁর তোপ, 'যা ইচ্ছে তাই করছে। একবার হয়েছে নারদা। ভাবলাম আমি ভাবলাম কোর্টে এর বিচার পাব। সেখানে বিচার হবে না। একতরফা অ্যারেস্ট হয়েছে। একই কেসে শুভেন্দুও রয়েছে। ও গ্রেফতার হয়নি। কোনওদিন চার্জফ্রেম হবে না। কোনওদিন বিচার পাব না। হয়তো রাজীব গাঁধীর মতো মৃত্যুর পর বিচার পাব। কিন্তু এ কী আমার ফ্যামিলি হ্যারাসড হচ্ছে। বিজেপিকে বলে দিই। জেলে রাখুন আমাকে। কিন্তু অপমান করবেন না।' তাঁর প্রশ্ন, 'নারদায় কী আমার অন্যায় করেছি? আদালতের হুকুম ছিল। আমি জেল খেটেছি। হাসপাতালে শুয়ে থাকিনি।'
এদিনের সিবিআই তদন্তের নির্যাস বিগ জিরো বলেও মন্তব্য করেন মন্ত্রী (Firhad Hakim)। তাঁর কটাক্ষ, 'যখন বিপক্ষ হেরে বসে থাকে, তখন তারা শেষগুলি চালায়। যদি তারা বিরোধী আসনে বসে সেই গুলিটা পাল্টা ফিরে আসবে না তো?' আইন বা নিয়ম অনুযায়ী পুরমন্ত্রীর সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনও যোগাযোগই থাকে না বলে জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী।
কী কী নিয়েছে:
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'ভোটার কার্ড, আইটি রিটার্ন, প্যান কার্ড, পাসপোর্টে জেরক্স দেখেছেন। আমার ও আমার পরিবারের নামে যা যা সম্পত্তি রয়েছে তার তালিকা নিয়ে গিয়েছে।'
এদিনের সিবিআই তল্লাশির প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'তল্লাশি অনেক হল। কারা চাকরি চুরি করেছে সবাই জানে। আমি বলব ফিরহাদ হাকিম ভাইপোর আশীর্বাদ নিয়ে যাঁদের চাকরি দিয়েছে। এদের সবাইকে একসঙ্গে ভিতরে ঢুকিয়ে দিন। কাস্টডি ইন্টারোগেশন ছাড়া চোরেরা কখনও চুরির কথা স্বীকার করবে না।'
আরও পড়ুন: দীর্ঘ তল্লাশি! কিছুই বাজেয়াপ্ত করেনি CBI, দাবি পুরমন্ত্রীর