Fuel Price : ফের জ্বালানি তরজা, ‘বাংলার সরকার পেট্রোল-ডিজেলে সেস কমায়নি’ আক্রমণ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর
Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা, 'পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের ক্রমাগত দাম বাড়ছে। দেশে জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা।
আবীর ইসলাম, বোলপুর : ফের একবার রাজ্য-কেন্দ্রের মধ্যে জ্বালানির মূল্য ঘিরে রাজনৈতিক তরজা। পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি (Petrol Diesel Price Hike) নিয়ে রাজ্যকে আক্রমণ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলির। পাল্টা কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
বোলপুরে এক অনুষ্ঠানে হাজির হয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি বলেন, ‘কেন্দ্র চায় ভারতে সব জায়গায় তেলের দাম এক হোক। বাংলার সরকার পেট্রোল-ডিজেলে সেস কমায়নি। বিরোধী শাসিত রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বেশি। পেট্রোল- ডিজেলে রাজ্য সরকার সেস কমাক’।
কেন্দ্রকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
২১ শে জুলাইয়ের প্রস্ততি খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, 'পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের ক্রমাগত দাম বাড়ছে। দেশে জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা। আন্দোলনে নামবে তৃণমূল, ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে দিকনির্দেশিকা নেওয়া হবে’।
মহারাষ্ট্রে কমল পেট্রোল-ডিজেলের দাম
ক্ষমতায় এসেই মহারাষ্ট্রে পেট্রোল-ডিজেলের দাম কমালেন একনাথ শিণ্ডে। বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকার পেট্রোলে লিটারে ৫ টাকা, ডিজেলে লিটার প্রতি ৩ টাকা দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে। যার জেরে মুম্বইয়ে পেট্রোলের নতুন দাম লিটার প্রতি ১০৬ টাকা ৩৫ পয়সা। ও মুম্বইয়ে ডিজেলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ২৮ পয়সা।
টাকার দামে লাগাতার পতন অব্যাহত
ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। তার পর থেকে এখনও পর্যন্ত মোট ২৬ বার টাকার দামে পতন ঘটেছে। ৭৪ টাকা থেকে শুরু হয়ে ৮০ হওয়ার পথে এগোচ্ছে। এর মধ্যে চলতি মাসেই পাঁচ বার টাকার দামে পতন ঘটেছে। তার জেরে সর্বনিম্নে নেমে গিয়েছে টাকার দাম। চলতি মাসেই পাঁচবার সর্বনিম্নে নেমে গিয়েছে টাকা। তাতেই দুশ্চিন্তা আরও বেড়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ৮০ কোটায় প্রবেশ করলে আরও নীচে নেমে যেতে পারে টাকা। দেশে মুদ্রাস্ফীতির (Inflation) এমনিতেই ৯.১ শতাংশে পৌঁছে গিয়েছে, বিগত ৪০ বছরে যা সর্বোচ্চ। তাই টাকার দাম এ ভাবে পড়তে থাকলে আরও বড় সঙ্কট নেমে আসবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।