Chandannagar Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোর মধ্যেই মণ্ডপের সব আলো নিভল! চন্দননগরের এই ক্লাবে কী ঘটল?
Jagadhatri Puja: প্রতিবাদে মণ্ডপ ও রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ ক্লাব সদস্যদের
অর্ণব মুখোপাধ্যায়, চন্দননগর: আজ নবমী। জগদ্ধাত্রী পুজোয় সেজে উঠেছে কৃষ্ণনগর থেকে চন্দননগর। চারিদিকে শুধুই আলোর রোশনাই। চন্দননগরের বাগবাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় সাবেকি প্রতিমার ডাকের সাজ। প্রতিমা ও আলোকসজ্জা দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন অনেকে। এরই মধ্যে তুমুল অশান্তি চন্দননগরের এক ক্লাবে।
জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরে ২ পুজো কমিটির বিবাদ। তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির বিবাদ বাধে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থার অভিযোগ। প্রতিবাদে মণ্ডপ ও রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ ক্লাব সদস্যদের। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদ তালপুকুর ধার পুজো কমিটির সদস্যদের। অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের। তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার অভিযোগ।
অন্যদিকে, নবমীর দিন লেক কালীবাড়িতে ধুমধাম করে জগদ্ধাত্রীর আরাধনা হল। সকাল থেকে ভক্তদের ঢল। এদিন বিশেষ ভোগের আয়োজন করা হয়। লেক কালীবাড়ির পুজো এবার ১৫ বছরে পড়ল।
আরও পড়ুন, ১২ বছর পর রাশিচক্রে গজলক্ষ্মী যোগ! রাজযোগে রাজার ভাগ্য ৩ রাশিতে, কাজে হাত দিলেই টাকা
এদিকে, সারদা মায়ের জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটিতেও চলছে জগদ্ধাত্রী পুজো। কথিত আছে, সারদা মায়ের মা শ্যামাসুন্দরী দেবী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। আগাগোড়া এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন সারদা মা। পরবর্তীতে সারদার মায়ের জন্মস্থানে মাতৃমন্দির প্রতিষ্ঠা হলে জগদ্ধাত্রী পুজোর আয়োজনের দায়িত্ব নেয় মন্দির কর্তৃপক্ষ। পুজো দেখতে ভিড় করেন দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা।
পাশাপাশি বেলুড় মঠের সারদা পীঠে হয় আজ জগদ্ধাত্রী পুজো। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয় সারদা পীঠে। পূর্বাহ্নের পুজো, পরে মধ্যাহ্ন এবং অপরাহ্নের পুজো হয়। তিন প্রহরের পুজোর পর হবে হোম, পুষ্পাঞ্জলি ও সন্ধ্যারতি। সকাল ৬টায় শুরু হয় পূর্বাহ্নের পুজো। গতকাল সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে