Jagadhatri Puja Chandannagar: 'সবচেয়ে বড় জগদ্ধাত্রী' তৈরি করতে গিয়েই বিপত্তি? চন্দননগরে দর্শকদের গায়ের ওপরেই হুড়মুড় করে ভেঙে পড়ল পুজো মণ্ডপ!
Jagadhatri Puja 2025: চন্দননগর কানাইলাল পল্লীর পুজোয় এবারের ট্যাগলাইন ছিল, 'বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী'। নির্মাতাদের দাবি ছিল, তাঁরাই নাকি এই বছর সবচেয়ে বড় জগদ্ধাত্রী তৈরি করেছেন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: চন্দনগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলোর উৎসব। চন্দননগরের আলো এমনিই বিখ্যাত, আর বছরের এই সময়টা যেন মুড়ে ফেলা হয় আলোয়। রাস্তায় লোকের ঢল আর বিশাল বিশাল, সূক্ষ কাজের জগদ্ধাত্রী প্রতিমা। যেমন প্রতিমার বিশালত্ব, তেমনই সূক্ষ প্রতিমার ডাকের সাজ। তাক লাগানোর মতো সব মণ্ডপের থিম। সব মিলিয়ে কলকাতার দুর্গাপুজোকে একেবারে টক্কর দেয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তবে এবার, 'সবচেয়ে বড় জগদ্ধাত্রী' করতে গিয়েই বিপত্তি। সপ্তমীর দিন ভেঙে পড়ল চন্দননগরের পুজো মণ্ডপ!
চন্দননগর কানাইলাল পল্লীর পুজোয় এবারের ট্যাগলাইন ছিল, 'বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী'। নির্মাতাদের দাবি ছিল, তাঁরাই নাকি এই বছর সবচেয়ে বড় জগদ্ধাত্রী তৈরি করেছেন। পঞ্চমী থেকেই এবার চন্দননগরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার জন্য ভিড় জমিয়েছিলেন মানুষ। আলোর আকর্ষণ থেকে শুরু করে বিশাল বিশাল প্রতিমার মুগ্ধতা.. এই সবের টানেই প্রত্যেক বারের মতো চন্দননগরে ভিড় জমিয়েছিলেন মানুষ। তবে সপ্তমীর দিন, ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল কানাইলাল পল্লীর পুজো মণ্ডপ।
জানা যাচ্ছে, প্রায় সত্তর ফুটের পুজো মন্ডপ তৈরী করেছিলেন কানাইলাল পল্লীর নির্মাতারা। তবে মঙ্গলবার বাধ সাধে আবহাওয়া। ঘূর্ণিঝড় 'মোন্থা'-র সতর্কতা ছিল আগে থেকেই, তবে মঙ্গলবার বৃষ্টি হয়েছে নামমাত্র। খুব যে ঝড় হয়েছে এমনটা নয়। তবে জানা যাচ্ছে, ৭০ ফুটের ওই পুজো মন্ডপ দমকা হাওয়া সহ্য করতে পারেনি। ভেঙে পড়ে হুড়মুড় করে। সেই সময়ে মণ্ডপের ভিতরে দর্শনার্থীরা ছিলেন। সপ্তমীর বিকেল ফলে স্বাভাবিকভাবেই ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। আচমকা মণ্ডপ ভেঙে পড়ায়, তার তলায় চাপা পড়ে যান অনেকেই। আহত হন বেশ কয়েকজন দর্শনার্থী। পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনায় আহত হয়েছেন জগদ্ধাত্রী পুজোর এক বিচারক জয়দীপ মুখোপাধ্যায়। ঘটনা প্রসঙ্গে তিনি জানান, তাঁরা মন্ডপটিতে বিচারক হিসেবে এসেছিলেন। তাঁদের বিচারক মন্ডলীর প্রত্যেক সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রতিমা দর্শন করে দেখে বাইরে বেরোতেই দেখেন, জোরে হাওয়া দেওয়ার কারণে মন্ডপটি দুলছে। হঠাৎই সেটি হেলে পড়তে শুরু করে। দৌড়াদৌড়ি লেগে যায় সেই সময়। ঘটনায় আহত হয়েছেন একাধিক জন। কারোর মাথা ফেটেছে, তো কারো পা ভেঙেছে। প্রত্যেকেই চিকিৎসাধীন।
ঘটনায় আহত হয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রানী ঘোষ। তাঁকে ভর্তি করা হয়েছে চন্দননগর হাসপাতালে। আহত এই মহিলা লক্ষ্মী রানী ঘোষ জানান, তিনি এলাকারই বাসিন্দা। গতকাল তিনি ঠাকুর দেখতে আসতে পারেননি কারণ মন্ডপ সম্পূর্ণ হয়নি। আজ বিকালে ভিড় কম থাকার সময় তিনি ঠাকুর দেখতে এসেছিলেন। তিনি ঠাকুর দেখে যখন বাইরে বের হন সেই সময় গোটা মন্ডপটি পড়ে যায় তার গায়ের উপরে।






















